X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

এই হার কষ্ট দেবে: বাভুমা

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ১৩:০৬আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৩:১৭

ধর্মশালায় বৃষ্টিস্নাত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কাঁদালো নেদারল্যান্ডস। এই বিশ্বকাপের একমাত্র টেস্ট স্ট্যাটাসহীন দল তারা। গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়া জয়ের পুনরাবৃত্তি করলো ডাচরা। এনিয়ে ওয়ানডে বিশ্বকাপে তৃতীয়বার জিতলো দলটি, এই প্রথমবার কোনও টেস্ট খেলুড়ে দেশকে হারালো। ডাচদের কাছে দক্ষিণ আফ্রিকার হার নিশ্চিতভাবে অঘটন। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখানো জয়ের পর ‘পুচকে’ দলটির সামনে দাঁড়ায় তারা। অথচ হারের তিক্ত স্বাদ পেতে হলো।

২৪৬ রানের লক্ষ্যে নেমে ৪৪ রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আর ঘুরে দাঁড়াতে পারেনি। ২০৭ রানে গুটিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১৩ ওয়ানডে খেলা রুলফ ফন ডার মারউই প্রতিপক্ষ দলের হয়ে ১৯ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলার পর নেন ২ উইকেট। ম্যাচ শেষে নেদারল্যান্ডসকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের ভুল কোথায় দেখিয়ে দিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা।

তিনি বলেছেন, ‘তাদেরকে কৃতিত্ব দিতে হয়। তারা আমাদের কিছু দুর্বলতাকে কাজে লাগিয়েছে।’ দক্ষিণ আফ্রিকা বল হাতে ৩২টি অতিরিক্ত রান দিয়েছে, যার ২১টি ছিল ওয়াইড। বাভুমার মতে এটার মাশুল দিতে হয়েছে দলকে, ‘আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে নিখুঁত ছিলাম। কিন্তু ঘুরে দাঁড়ানো ও তার পুনরাবৃত্তি করা চ্যালেঞ্জের। অতিরিক্ত রান আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং ৩০টি অতিরিক্ত রান দেওয়া মানে বাড়তি পাঁচ ওভার। এমন কিছুর মাশুল সবসময় দিতে হয়। এটা নিয়ে আমাদের কথা বলতে হবে।’

এই পরাজয়কে মানসিক আঘাত হিসেবে স্বীকার করেছেন প্রোটিয়া অধিনায়ক, ‘আমাদের আবেগ সংবরণ করতে হবে। যা ঘটেছে সেটাও ভুলে যাওয়ার চেষ্টা করার কোনও মানে নেই। এটা আমাদের কষ্ট দেবে এবং নিশ্চিতভাবে দেবে। কাল আমাদের আবার পথচলা শুরু করতে হবে, আমাদের অভিযান এখনও শেষ হয়নি।’

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের বদৌলতে ভারতের আয় ১.৩৯ বিলিয়ন ডলার!
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান চলছে ৭০০ শিক্ষার্থীর
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান চলছে ৭০০ শিক্ষার্থীর
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে