X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কামিন্সের নেতৃত্বের প্রশংসায় পন্টিং

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ১৮:৫০আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৮:৫৪

বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে চিরচেনা দৃঢ়চরিত্রের অস্ট্রেলিয়ারই দেখা মিলেছে। তাতে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পেসার ও অধিনায়ক প্যাট কামিন্স। অজিদের চিরচেনা চরিত্র ফুটিয়ে তোলায় প্রশংসায় ভাসছেন তিনি।

কামিন্স ছাড়া আরও চার অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে এই সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার কৃতিত্ব দেখিয়েছেন। তারা হলেন- অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। তাদের মধ্যে আবার রিকিং পন্টিং একমাত্র যিনি দুবার জিতেছেন বিশ্বকাপ। যার চোখে ফাইনালে কামিন্সের নেতৃত্ব ছিল নিখুঁত, ‘আমার মনে হয় তার নেতৃত্ব প্রায় নিখুঁত ছিল।’

পন্টিং স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কামিন্সের টস জিতে প্রথমে বোলিং নেওয়ার সাহসের প্রশংসা করেছেন, ‘যে কোনও অধিনায়কের জন্যই টস জিতে শুরুতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা ভীষণ সাহসী একটা কাজ। অস্ট্রেলিয়া হয়তো ভেবেছিল এই শুষ্ক উইকেটে শুরুতে ভালো বল করতে পারলে ভারতকে রুখে দেওয়া সম্ভব হবে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে। কিন্তু আমরা সবাই জানি সিদ্ধান্তটা ভুল হলে এবং পরাজিত হলে কী পরিণতি হতে পারতো। ফলে তার মতো তরুণ একজন অধিনায়কের ক্ষেত্রে অবশ্যই এটা বড় সিদ্ধান্ত ছিল।’

পন্টিংয়ের মতে, সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপে কামিন্সের নিতৃত্বগুণ আরও পরিণত হয়েছে। তার কথা, ‘আমার মনে হয় টুর্নামেন্টে ধীরে ধীরে তার নেতৃত্বগুণ ক্রমান্বয়ে ভালো থেকে আরও ভালো অবস্থায় পৌঁছেছে। বিশেষ করে যেভাবে বোলারদের ব্যবহার করেছে, কোহলি এবং রাহুলের বেলায় যেভাবে ফিল্ডিং সাজিয়েছে, সেটা ছিল অসাধারণ। তাই বলা যায় আবারও ফাইনালে অস্ট্রেলিয়া কাজ সমাপ্ত করার পথটা ঠিকঠাকভাবেই বের করে নিয়েছে।’     

/এফআইআর/
সম্পর্কিত
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
আধাঘণ্টা পরপরই বিশ্বকাপ জয়ের কথা মনে পড়ছে কামিন্সের
সর্বশেষ খবর
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ