X
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
২৪ অগ্রহায়ণ ১৪৩০

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ১১:১৫আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:৪৯

বিশ্বকাপের পর পরই আবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। টানা খেলার ধকলে দুই দলের বড় বড় তারকারা বিশ্রামে থাকছেন। আসন্ন সিরিজটিতে খেলছেন না অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তার মতো দেশে ফিরে যাচ্ছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। বিশ্রামে থাকবেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শও। 

বিশ্বকাপে আলো ছড়ানোদের মধ্যে অন্যতম ছিলেন ওয়ার্নার। ৪৮.৬৩ গড়ে ৫৩৫ রান করেছেন তিনি। জানুয়ারিতে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন। তার আগে মাঝের সময়টা বিশ্রামে থাকবেন। বড় বড় তারকাদের অনুপস্থিতিতে অজি দলে কপাল খুলেছে অলরাউন্ডার অ্যারন হার্ডির। তিনি এই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক করেছেন। ডাক পেয়েছেন কেন রিচার্ডসনও। 

এদিকে ভারতীয় দলেও আছে ব্যাপক পরিবর্তন। হার্দিক পান্ডিয়া এখনও সুস্থ না হওয়ায় সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রথম তিন ম্যাচে তার ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকবেন রুতুরাজ গায়কোয়াড়। তার পর শেষ দুই ম্যাচের জন্য শ্রেয়াস আইয়ার এই দায়িত্ব পালন করবেন। আইয়ার অবশ্য শেষ দুই ম্যাচেই খেলবেন। বিশ্বকাপের দল থেকে শুধু সূর্য কুমার যাদব, ইশান কিশান ও প্রসিদ্ধ কৃষ্ণাই দলটিতে আছেন। চোটের কারণে বিশ্বকাপে না খেলা অক্ষর প্যাটেল অবশ্য এই সিরিজ দিয়ে ফিরছেন। 

অপরদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দলে বিশ্বকাপ খেলা সাত ক্রিকেটার রয়েছেন। যার নেতৃত্ব দেবেন মাথু ওয়েড। ৫ ম্যাচের সিরিজটি শুরু হবে বৃহস্পতিবার।

অস্ট্রেলিয়া স্কোয়াড: ম্যাথু ওয়েড (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইংলিস, অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, নাথান এলিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা ও তানভীর সাংঘা।    

ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান (উইকেটরক্ষক), যসশ্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণয়, আরশদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকে কুমার, শ্রেয়াস আইয়ার।

  /এফআইআর/    
সম্পর্কিত
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
আধাঘণ্টা পরপরই বিশ্বকাপ জয়ের কথা মনে পড়ছে কামিন্সের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ ডিসেম্বর, ২০২৩)
টিভিতে আজকের খেলা (৯ ডিসেম্বর, ২০২৩)
গেরিলা যুদ্ধ কী, গেরিলা কারা?
গেরিলা যুদ্ধ কী, গেরিলা কারা?
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবার ভেটো দিলো যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবার ভেটো দিলো যুক্তরাষ্ট্র
বেগম রোকেয়া দিবস আজ
বেগম রোকেয়া দিবস আজ
সর্বাধিক পঠিত
মার্চে দেশে দুর্ভিক্ষ ঘটানোর দেশি-বিদেশি পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
মার্চে দেশে দুর্ভিক্ষ ঘটানোর দেশি-বিদেশি পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
প্রোটোকল ছাড়াই টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী
প্রোটোকল ছাড়াই টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের হোতাসহ আটক ১৯
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের হোতাসহ আটক ১৯
ট্রাভেল ট্যুর প্যাকেজের নামে কোটি টাকার প্রতারণা
ট্রাভেল ট্যুর প্যাকেজের নামে কোটি টাকার প্রতারণা
জর্ডানের রাজার সঙ্গে বাইডেনের আলোচনায় গাজা ইস্যু
জর্ডানের রাজার সঙ্গে বাইডেনের আলোচনায় গাজা ইস্যু