২০১৯ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার হয়ে আর খেলেননি শন মার্শ। পেশাদার ক্রিকেটকে বিদায় বলে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তিনি আবার সম্পর্কে মিচেল মার্শের বড় ভাই।
শন বিদায় বলেছেন বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগডসের হয়ে সিডনি থান্ডারের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলে।
৪০ বছর বয়সী শন প্রথম শ্রেণির ক্রিকেট ছেড়েছেন গত মৌসুমের শেষ দিকে।
এই মৌসুম চোটের কারণে দেরিতে শুরু করলেও তার ফর্ম ছিল দুর্দন্ত। ৪৫.২৫ গড়ে ১৮১ রান করেছেন। স্ট্রাইক রেটও ছিল ১৩৮.১৬।
বিদায়বেলায় শন বলেছেন, 'রেনেগেডসে খেলা সব সময়ই উপভোগ করেছি। গত পাঁচ বছরে অসাধারণ সব মানুষের সঙ্গ পেয়েছি। ফলে তাদের সঙ্গে যে বন্ধুত্ব গড়ে উঠেছে এটা টিকে থাকবে আজীবন। দলের এই গ্রুপটা আমার কাছে সব সময় বিশেষ।'
পার্থে সাফল্যের পর ২০১৯-২০ মৌসুমে রেনেগডসে নাম লেখান শন। তার আগে পার্থের হয়ে ৪০ ম্যাচে ৪৭.৪৬ গড়ে রান তুলেছেন তিনি।