ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টের আগে বড় ধাক্কা খেলো ভারত। হাঁটুর চোটের কারণে তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন লোকেশ রাহুল। তারই কর্ণাটক সতীর্থ দেবদূত পাডিক্কালকে স্থলাভিষিক্ত করা হয়েছে দলে।
কোয়াড্রিসেপ ইনজুরিতে বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে খেলেননি রাহুল। ফিটনেসে ছাড়পত্র পাওয়ার ওপর ভিত্তি করে শেষ তিন টেস্টের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
চোট নিয়ে দ্বিতীয় ম্যাচে না খেলা রবীন্দ্র জাদেজাকেও শেষ তিন ম্যাচের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এই অলরাউন্ডার ফিরবেন কিনা, সেটা পরিষ্কার করে এখনই বলা যাচ্ছে না।
একদিকে বিরাট কোহলি ব্যক্তিগত কারণে এই সিরিজে নেই। এবার রাহুলও ছিটকে গেলেন পরবর্তী ম্যাচ থেকে। শ্রেয়াস আইয়ারকেও বাকি সিরিজের জন্য নেয়নি ভারত। তাতে ব্যাটিং লাইনে জটিলতা নিঃসন্দেহে বাড়লো।
এখন দেখার অপেক্ষা, রাহুলের বদলে প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া পাডিক্কাল রঞ্জির পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা। সোমবার শেষ হওয়া রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডে তামিল নাড়ুর বিপক্ষে ১৫১ ও ৩৬ রান করেছেন তিনি। ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার এই মৌষুমে ৯২.৬৬ গড়ে ছয় ইনিংসে করেছেন ৫৫৬ রান। সব মিলিয়ে এবার তিন সেঞ্চুরি হাঁকান তিনি, সর্বোচ্চ ১৯৩ রান করেছেন পাঞ্জাবের বিপক্ষে।