X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ক্রিকেটের বাজার মন্দা, রবি থেকে বিসিবি পাচ্ছে ৫০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৬

সবকিছুর বাজারমূল্য বাড়লেও কমেছে ক্রিকেটে। দেশের সবচেয়ে বড় খেলায় স্পন্সর হওয়ার আগ্রহ দেখাচ্ছে না বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। যারা আগ্রহী হচ্ছেন তারাও খুব বেশি অর্থ ব্যয় করছেন না। তবে বিসিবি যতটুকুই পাচ্ছে, তাতে খুশি! এই যেমন ৯ বছর আগে দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’র সঙ্গে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল প্রায় ৬১ কোটি টাকায়। কিন্তু এবার সেই একই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলো ৫০ কোটি টাকার। আগের অর্থমূল্যের বিবেচনায় বর্তমান বাজারমূল্যে এর দাম প্রায় অর্ধেক। 

২০১৫ সালের জুনে প্রথমবার রবির সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। ২০১৭ সালে তাদের সঙ্গে দ্বিতীয় মেয়াদে চুক্তি করে , মেয়াদ ছিল ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু মেয়াদ ফুরানোর ১০ মাস আগেই চুক্তি বাতিল করে তারা। সেই কারণ আনুষ্ঠানিকভাবে রবি না জানালেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে সেই ক্ষোভ ঝেড়েছিলেন। কারণ সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার অন্য আরেকটি টেলি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এবার পুরৈানো অভিজ্ঞতা মাথায় রেখেই দুই পক্ষ চুক্তিবদ্ধ হয়েছে। 

শুক্রবার সকালে হোম অব ক্রিকেটের সবুজ গালিচা রূপ নেয় লাল গালিচায়। প্রেসবক্স প্রান্তের দিকে মুখ করে বানানো হয় স্টেজ। সেখানেই বিসিবি-রবির  সাড়ে তিন বছরের ‘নতুন সংসার’ শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২০২৭ সালের জুলাই পর্যন্ত বিসিবিকে রবি ৫০ কোটি টাকা দেবে। চলতি মাস থেকেই চুক্তির মেয়াদ গণনা শুরু হবে।  তিক্ত সম্পর্ক জড়িয়ে চুক্তি বাতিল করা সেই রবির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার কারণ কী ছিল, সেই ব্যাখায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘আমি বলবো না যে, আমাদের মধ্যে কোনও সমস্যা হয়েছিল। আমরা সমঝোতার মাধ্যমে আলাদা হয়েছিলাম। কিছু বিষয় নিয়ে আলোচনার ছিল। সমঝোতার মাধ্যমে সেগুলো সেরে আমরা পরে অন্য পৃষ্ঠপোষকের দিকে যাই।’

বিসিবি ও রবির মধ্যকার চুক্তি অনুযায়ী অন্য টেলি কোম্পানির সঙ্গে ক্রিকেটাররা কোনোভাবেই চুক্তিবদ্ধ হতে পারবেন না। তবে সাকিব আল হাসান এই মুহূর্তে গ্রামীণফোনের সাথে চুক্তিবদ্ধ আছেন। যেহেতু সাকিব-গ্রামীণ ফোনের চুক্তি আগে থেকেই করা, সেই হিসেবে বিষয়টি বিবেচনা করা হবে। তবে এই চুক্তি শেষ হওয়ার পর রবি-বিসিবির চুক্তি চলাকালে কোনও ক্রিকেটার নতুন করে অন্য মোবাইল ফোন অপারেটর কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন না।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘রবি আবারও আমাদের সঙ্গে আসায় তাদের ধন্যবাদ ও স্বাগত জানাই। আপনি যে বিষয়টা বলেছেন, সেগুলো অবশ্যই আমাদের ভাবনায় ছিল। এসব বিবেচনায় রেখেই আমরা নতুন চুক্তিতে যাচ্ছি। আশা করি, এটি নিয়ে কোনও সমস্যা হবে না। সাংঘর্ষিক কোনও ব্র্যান্ডের সঙ্গে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা চুক্তি করতে পারবে না। তবে যেসব ক্রিকেটারদের বর্তমানে চুক্তি রয়েছে, তারা সেটি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চালিয়ে নিতে পারবে। তবে নতুন করে কেউ সাংঘর্ষিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পারবে না।’

গত বছর দারাজের সঙ্গে চুক্তি শেষ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও নতুন করে টিম স্পন্সর পাওয়া যায়নি। তাই নারী ও পুরুষ জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দলকে খেলতে হচ্ছে স্পন্সর ছাড়াই। বিশেষ করে স্পন্সর ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ খেলতে যাওয়া চোখে পড়ার মতো ঘটনা। বাংলাদেশ নারী ও পুরুষ জাতীয় দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের টিম স্পন্সর হিসেবে প্যাকেজ বিক্রি করেছিল বিসিবি। গত দুই বছরে দারাজের কাছ থেকে প্রায় ৭০ কোটি টাকার বেশি নিয়েছিল বিসিবি।  কিন্তু অন্যসব সেক্টরে বাজার দর বাড়লেও বিসিবি ক্রিকেটের বাজার দর বাড়াতে পারেনি। উল্টো ৯ বছর আগে রবির সঙ্গে দুই দফায় করা চুক্তির ৬১ কোটি টাকাতেও রফা করতে পারেনি।

গত ৩০ নভেম্বর দারাজের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই তারা ঘোষণা দেয় ক্রিকেটের সঙ্গে না থাকার বিষয়টি। বিসিবি সেভাবে প্রস্তুতি নিয়ে নতুন স্পন্সরের খোঁজ পেতে বিজ্ঞাপন দেয়। নির্ধারিত সময়ে এক বা দুটি কোম্পানি স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করে টেন্ডারে অংশগ্রহণ করে। কিন্তু আর্থিক মূল্য কম হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে আলোচনার পথ বেছে নিতে হয় বিসিবিকে। কঠিন সেই বাস্তবতা পেরিয়ে বিসিবি শেষমেশ রবিকেই বেছে নিয়েছে ৫০ কোটি টাকায়। যদিও এই চুক্তিতে বিসিবি নিজেদের সন্তুষ্টির কথা আড়াল করলেন না, ‘আমাদের মনে হয়েছে, এটি ভালো চুক্তি। বর্তমান প্রেক্ষাপট ও অন্যান্য বিষয় মিলিয়ে লাভজনক মনে হয়েছে। অন্যান্য পৃষ্ঠপোষকদের সঙ্গেও কথা হয়েছে। আমাদের মনে হয়েছে, রবির সঙ্গে এই চুক্তিটা আমরা করতে পারি।’ 

এদিকে বাংলাদেশের ক্রিকেটর সঙ্গে আবার সম্পর্ক করতে পেরে দারুন খুশি রবি। প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার  শিহাব আহমেদ বলেছেন, ‘জাতীয় দল বা বিসিবির সঙ্গে কাজ করা গর্বের ব্যাপার। এই সুযোগের জন্য আমরা সবসময় অপেক্ষা করেছি৷ আগে যে আমরা সরে গিয়েছিলাম, সেটা সমঝোতার মাধ্যমে হয়েছিল। এই পার্টনারশিপের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় কিছু করার সুযোগ দেখেছি আমরা। তাই রবি আবারও আগ্রহ নিয়ে ফিরে এসেছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু