X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৪, ১৫:২০আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৫:২০

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন সাকিব আল হাসান। খেলছিলেন শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। তবে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন তিনি। সব কিছু ঠিক থাকলে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে তার খেলার জোর সম্ভাবনা রয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সাকিবের খেলার সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। সাকিব যদি পর্যাপ্ত ফিট থাকেন তাহলেই দ্বিতীয় টেস্টে খেলবেন বলে জানিয়েছেন। মুশফিকুর রহিমের ইনজুরির কারণে টেস্ট দলে অভিজ্ঞতার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। যার ছাপ পড়েছে সিলেটে টেস্টেই। এই অবস্থায় অভিজ্ঞতার ঘাটতি পূরণ করতেই মূলত সাকিব নিজ থেকেই খেলতে চেয়েছেন।

এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব নিজেই আগ্রহ দেখিয়েছে। আশা করছি, দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিব আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।’

তিনি আরও বলেছেন, ‘সাকিব আগেভাগেই বলে রেখেছিল সে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত একটি ওয়ানডে আর টেস্ট টেস্ট খেলতে আগ্রহী এবং সেটা অন্তত একমাস আগে আমার কাছেই বলেছিল। ওয়ানডেতে না পারলেও এখন সে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য নিজেকে তৈরি করছে এবং আমরাও নীতিগতভাবে রাজি। সবকিছু ঠিক থাকলে সাকিব লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্ট খেলবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টই খেলার চিন্তা ছিল সাকিবের। ফিটনেস ইস্যুতে সেই সুযোগ পাননি তিনি। ম্যাচ ফিটনেস পেতে শেখ জামাল ধানমন্ডির হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন। লিগে নিজের প্রথম ম্যাচে তিনে নেমে ব্যাট হাতে ১৪ বলে ১৯ রান করেছেন। বোলিংয়ে ৭ ওভারে ৩৯ রান দিয়ে বাঁহাতি এই অলরাউন্ডারের শিকার ছিল ৩ উইকেট।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও তেমন ইঙ্গিতই দিয়ে বলেছেন, ‘সব কিছুই নির্ভর করছে ওর ফিটনেসের ওপর। আগামী ২/১ দিনের মধ্যে সাকিবের কাছ থেকে আমরা একটা বার্তা পাবো। হয়তো লিগের আরও একটি ম্যাচ খেলে নিজের ব্যাপারে সাকিব বুঝতে পারবে। ফিরতে চাইলে ওকে অবশ্যই স্বাগতম।’

/আরআই/
সম্পর্কিত
দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে স্কোয়াডে রাখেনি রংপুর
সিনেমা করেও ক্রিকেটার সাকিবের অস্বীকার, বিপাকে নির্মাতা!
সিপিএলে দল পেলেন সাকিব
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!