X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা প্রিমিয়ার লিগ

মাশরাফিদের হারালো তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মার্চ ২০২৪, ২০:৩১আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২০:৩১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শনিবার মুখোমুখি হয় মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ এবং তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুই সাবেক অধিনায়কের লড়াইয়ে শেষ হাসি হেসেছে তামিমের দল। আগে ব্যাটিং করে রূপগঞ্জ ১৬৬ রানের লক্ষ্য দেয় প্রাইম ব্যাংককে। জবাবে ৯১ বল আগেই প্রাইম ব্যাংক ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে। জয়ের নায়ক বল হাতে ৫ উইকেট নেওয়া নাজমুল ইসলাম অপু। 

বিকেএসপির চার নম্বর মাঠে অপুর ঘূর্ণি জাদুর সামনে ৪৩.৩ ওভারে ১৬৫ রানে অলআউট হয় রূপগঞ্জ। মামুলি এই লক্ষ্যে খেলতে নেমে প্রাইম ব্যাংকও খেই হারায়। ৩৭ রানের মধ্যে দুই ওপেনার শেখ মেহেদী হাসান (১৬) ও পারভেজ হোসেন ঈমন (২২) সাজঘরে ফিরেছেন। এরপর তৃতীয় উইকেটে তামিম ও সাব্বির রহমান মিলে ৪৫ রানের জুটি গড়েন। তামিম ৪০ বলে ৩৫ রান করে আউট হন। সাব্বিরও ২৮ রানের বেশি করতে পারেননি। শেষ দিকে নাঈম ইসলামের ২৯ বলে অপরাজিত ২৮ এবং অলক কাপালির অপরাজিত ২৪ বলে ২১ রানের ওপর দাঁড়িয়ে প্রাইম ব্যাংক ৩৪.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়।

রূপগঞ্জের বোলারদের মধ্যে শহিদুল ইসলাম ৪২ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন সুমন খান ও শুভাগত হোম।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে অপুর ঘূর্ণিজাদুর সামনে পড়ে রূপগঞ্জ। তার মায়াবি জাদুতে খেই হারিয়ে মাশরাফিরা করতে পারে ১৬৫ রান। আমিনুল ইসলাম বিপ্লবের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস। প্রাইম ব্যাংকের হয়ে অপু ৪৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন। অলক কাপালি ও রুবেল হোসেন নিয়েছেন দুটি করে উইকেট।

/আরআই/
সম্পর্কিত
নারী প্রিমিয়ার লিগভারতের জাসিয়ার সেঞ্চুরি, সাবেকুনের ৪ রানে ৫ উইকেট
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
১৫ বছর পর রানার্সআপ মোহামেডান
সর্বশেষ খবর
পোশাক থেকে সুগন্ধির দাগ কীভাবে তুলবেন
পোশাক থেকে সুগন্ধির দাগ কীভাবে তুলবেন
সংযোগ নেই তবু দিনমজুরের নামে বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের নোটিশ!
সংযোগ নেই তবু দিনমজুরের নামে বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের নোটিশ!
মাতৃহারা হলেন অভিনেতা জামিল
মাতৃহারা হলেন অভিনেতা জামিল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু