X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

আঞ্চলিক ক্রিকেট সংস্থার লাগাম থাকবে বিসিবির হাতেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ মার্চ ২০২৪, ২১:৪৫আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২১:৪৫

বাংলাদেশের অনুশীলনের সর্বোচ্চ সুযোগ সুবিধা ঢাকায়। চট্টগ্রাম, সিলেটে কিছু সুযোগ-সুবিধা থাকলেও অন্য বিভাগ কিংবা জেলাগুলোতে তার বিন্দুমাত্রও নেই। অথচ আঞ্চলিক ক্রিকেট সংস্থার কাজটাই হচ্ছে নিজের অঞ্চলের ক্রিকেট উন্নয়নে কাজ করা। সাধারণত স্বাধীন ভাবেই কাজ করার কথা আঞ্চলিক ক্রিকেট সংস্থার। কিন্তু বিসিবি জানিয়েছে, তাদের কাজে হস্তক্ষেপ করবে তারা!

রবিবার (৩১ মার্চ) বিসিবির এই মেয়াদের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এই বিষয়টি আরও কড়াভাবেই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার কথায় স্পষ্ট, ‘আঞ্চলিক ক্রিকেট সংস্থা কেন্দ্রের (বিসিবির) হস্তক্ষেপ মুক্ত হবে না। আপনারা ভুল বুঝছেন, একদম ঠিক আমি বলে দিচ্ছি। এটা হবে না। যতদিন পর্যন্ত আমরা সন্তুষ্ট না হবো যে, তারা স্বাধীনভাবে চালাতে পারবে, ততদিন না।’

আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিজেদের জেলায় জেলার ক্রিকেট সংস্থা বানাবেন; এদের ভোটেই নির্বাচিত হবে বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিসিবির মতো তাদেরও আলাদা আলাদা উইং থাকবে। ঢাকায় বসে যেভাবে বিসিবি পুরো দেশ নিয়ন্ত্রণ করে, ঠিক সেভাবেই বিভাগে বসে পুরো জেলার ক্রিকেট নিয়ন্ত্রণ করবে বিভাগীয় ক্রিকেট সংস্থা। জেলা ক্রিকেট সংস্থাগুলো বিভাগীয় অ্যাসোসিয়েশনের কাছে জবাবদিহি করবে। বিভাগীয় অ্যাসোসিয়েশন জবাবদিহি করবে মূল বোর্ডের কাছে। পৃথিবীর সব দেশে এভাবে ক্রিকেট চললেও বাংলাদেশে চলছে উল্টো পথে। অথচ বাংলাদেশের ক্রিকেট পরবর্তী ধাপে নেওয়ার পাশাপাশি স্মার্ট করতে চাইলে ক্রিকেট সিস্টেমকে বিকেন্দ্রীয়করণের বিকল্প নেই। 

ইতোমধ্যে বরিশাল ছাড়া বাকি ছয় বিভাগের আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম অ্যাডহক কমিটি দিয়ে চলছে। বরিশালের পরিচালক আলমগীর আলো অসুস্থ থাকায় সেটি এখনো শুরু করা যায়নি। বিসিবির সবশেষ এজিএম হয়েছিল ২০২২ সালে। এর আগের এজিএমে (২০২১) আসে আঞ্চলিক ক্রিকেট সংস্থার ঘোষণা। যার দৃশ্যমান হয়নি কোন কিছুই। এবারের এজিএমে অ্যাডহক কমিটিকে নির্বাচনের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি। আলাদা আলাদা ক্রিকেট সংস্থা হলেও বিসিবি-ই দেবে দিক নির্দেশনা।

এর কারণ হিসেবে বোর্ড প্রধান বলেছেন, ‘প্রথম কাজ ওদের দিয়েছি একটা টুর্নামেন্ট চালু করতে। টেস্ট কেস হিসেবে দেখার জন্য। এ টুর্নামেন্ট চালাবে তারা যে কয়টা কমিটি করা হয়েছে। ২০ লক্ষ টাকা তাদের দেওয়া হবে। প্রথমে টেস্ট কেস হিসেবে দেওয়া হবে, কে কীভাবে পারফর্ম করছে।’

বিসিবি সভাপতির ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক সংস্থা যারা চালাবেন তাদের সক্ষমতা দেখা হবে, ‘আগে (সক্ষমতা) দেখতে হবে আমাদের। না দেখে দিচ্ছিনা। ব্লাইন্ডলি দিয়ে দেবো না। আপনি যদি এখনি ঢালাওভাবে বলে দেন তারা স্বাধীন, যা খুশি তা করতে পারবে, তা না। আমরা আগে বুঝে নেই, দেখে নেই, তারপর ঠিক করবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন বুলবুল
বিসিবির নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
রজতজয়ন্তীর দিনে হোম অব ক্রিকেটে অনার্স বোর্ড
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ