বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর একমাত্র বোন আফরোজা আক্তার আর নেই। শনিবার সকালে উত্তরায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। একই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি ব্যক্ত করেছে।
গত ফেব্রুয়ারিতে লিপু প্রধান নির্বাচক হন। ২০১৬ সাল থেকে দায়িত্বে থাকা মিনহাজুল আবেদীন নান্নুর স্থলাভিষিক্ত হন তিনি।