X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

বিশ্বকাপের আগে বাংলাদেশের স্বস্তি ফেরানো জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ০০:২১আপডেট : ২৬ মে ২০২৪, ০০:২১

যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগের দুই ম্যাচে ‘বিশ্রি’ ক্রিকেট খেলে সিরিজ হেরে বসে বাংলাদেশ। শনিবারের ম্যাচটিতে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা ছিল। কিন্তু শেষটায় জ্বলে উঠলেন ক্রিকেটাররা, তাতেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচে গেলো নাজমুল হোসেন শান্তরা। মোস্তাফিজুর রহমানসহ দলের সবার দারুণ বোলিংয়ে যুক্তরাষ্ট্রের ইনিংস ১০৪ রানে থামে। জবাবে খেলতে নেমে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের বিস্ফোরক ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে জয়ের নিশানা উড়ানোর সুযোগ পেলো বাংলাদেশ।

এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়াতে যুক্তরাষ্ট্র তাদের মূল ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে। আগের দুই ম্যাচে জয়ের নায়ক হারমীত সিং ও আলী খান ছাড়াও অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল এবং দলের সেরা অলরাউন্ডার স্টিভেন টেলরকে বিশ্রাম দেয় যুক্তরাষ্ট্র। বেঞ্চের ক্রিকেটারদের ঝালিয়ে নিতেই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত। এই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্প রানেই থামিয়ে দেয় তারা এবং ১১.৪ ওভারে জয় নিশ্চিত করে ফেলে বিনা উইকেটে।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে শেষটা জয়ে রাঙাতে চেয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচে হারের পর ক্রিকেটারদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছিল। সেক্ষেত্রে প্রভাব বিস্তার করা এই জয় কিছুটা হলেও স্বস্তি দেবে তাদের ড্রেসিংরুমে।

১০৫ রানের জবাবে খেলতে নেমে সৌম্য কিছুটা দেখেশুনে শুরু করলেও জুনিয়র তামিম ছিলে আক্রমণাত্মক। দুই ওপেনার পাওয়ার প্লেতেই তুলে ফেলেন ৪৮ রান। প্রথম পাওয়ার প্লে শেষে সৌম্য-তামিম রানের গতি আরও বাড়াতে থাকেন। দুই ব্যাটারের দারুণ ব্যাটিংয়ে ৫০ বল আগেই বিনা উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজ জার্সিধারীরা। তানজিদ হাফ সেঞ্চুরির দেখা পেলেও সৌম্য ৪৩ রানে অপরাজিত ছিলেন। ৪২ বলে ৫ চার ও ৩ ছক্কায় নিজের ৫৮ রানের ইনিংসটি সাজান তানজিদ। সৌম্যর ২৮ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা ছিল।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার শুরুটা ভালোই করেছিলেন। ৫ ওভারে ৪৬ রান তোলার পর সাকিব ভাঙেন ওপেনিং জুটি। আন্দ্রিয়াস গাওস সাজঘরে ফেরার পরই শুরু হয় যুক্তরাষ্ট্রের আসা যাওয়ার মিছিল। দুই প্রান্ত থেকে বাংলাদেশের বোলাররা চেপে ধরলে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। মোস্তাফিজের পাওয়ার প্লের শেষ ওভার থেকেই মূলত বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু। ৬ ওভারে এসে শায়ান জাহাঙ্গীরের উইকেট পান বাঁহাতি এই পেসার। 

এমনিতেই খর্বশক্তির দল। তার মধ্যে মূল একাদশের ক্রিকেটার নেই। সুযোগটা খুব ভালোভাবেই লুফে নিলেন মোস্তাফিজ। করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। ৪ ওভার বল করে ১ মেডেনসহ খরচ করেছেন মাত্র ১০ রান, নিয়েছেন ৬ উইকেট। তার আগে কোনও বাংলাদেশি কুড়ি ওভারের ক্রিকেটে ৬ উইকেট পাননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে ষষ্ঠ সেরা বোলিং করলেন মোস্তাফিজ। 

এদিন সাকিবও মাইলফলক ছুঁয়েছেন। গাওসকে ফিরিয়ে বাঁহাতি এই স্পিনার ছুঁয়েছেন ৭০০ উইকেটের মাইলফলক। নিয়েছেন একটিই উইকেট। তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদও পেয়েছেন একটি করে উইকেট। রিশাদ ছিলেন ভীষণ মিতব্যয়ী। ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান খরচ করেন তিনি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
জিতলেও হতশ্রী পারফরম্যান্সে শেষ হলো পাকিস্তানের বিশ্বকাপ  
প্রবাসে ঈদ উদযাপন, তাওহীদের আবেগঘন পোস্ট
যেভাবে সুপার এইটে যেতে পারে পাকিস্তান
সর্বশেষ খবর
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ