X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের আগে বাংলাদেশের স্বস্তি ফেরানো জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ০০:২১আপডেট : ২৬ মে ২০২৪, ০০:২১

যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগের দুই ম্যাচে ‘বিশ্রি’ ক্রিকেট খেলে সিরিজ হেরে বসে বাংলাদেশ। শনিবারের ম্যাচটিতে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা ছিল। কিন্তু শেষটায় জ্বলে উঠলেন ক্রিকেটাররা, তাতেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচে গেলো নাজমুল হোসেন শান্তরা। মোস্তাফিজুর রহমানসহ দলের সবার দারুণ বোলিংয়ে যুক্তরাষ্ট্রের ইনিংস ১০৪ রানে থামে। জবাবে খেলতে নেমে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের বিস্ফোরক ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে জয়ের নিশানা উড়ানোর সুযোগ পেলো বাংলাদেশ।

এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়াতে যুক্তরাষ্ট্র তাদের মূল ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে। আগের দুই ম্যাচে জয়ের নায়ক হারমীত সিং ও আলী খান ছাড়াও অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল এবং দলের সেরা অলরাউন্ডার স্টিভেন টেলরকে বিশ্রাম দেয় যুক্তরাষ্ট্র। বেঞ্চের ক্রিকেটারদের ঝালিয়ে নিতেই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত। এই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্প রানেই থামিয়ে দেয় তারা এবং ১১.৪ ওভারে জয় নিশ্চিত করে ফেলে বিনা উইকেটে।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে শেষটা জয়ে রাঙাতে চেয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচে হারের পর ক্রিকেটারদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছিল। সেক্ষেত্রে প্রভাব বিস্তার করা এই জয় কিছুটা হলেও স্বস্তি দেবে তাদের ড্রেসিংরুমে।

১০৫ রানের জবাবে খেলতে নেমে সৌম্য কিছুটা দেখেশুনে শুরু করলেও জুনিয়র তামিম ছিলে আক্রমণাত্মক। দুই ওপেনার পাওয়ার প্লেতেই তুলে ফেলেন ৪৮ রান। প্রথম পাওয়ার প্লে শেষে সৌম্য-তামিম রানের গতি আরও বাড়াতে থাকেন। দুই ব্যাটারের দারুণ ব্যাটিংয়ে ৫০ বল আগেই বিনা উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজ জার্সিধারীরা। তানজিদ হাফ সেঞ্চুরির দেখা পেলেও সৌম্য ৪৩ রানে অপরাজিত ছিলেন। ৪২ বলে ৫ চার ও ৩ ছক্কায় নিজের ৫৮ রানের ইনিংসটি সাজান তানজিদ। সৌম্যর ২৮ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা ছিল।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার শুরুটা ভালোই করেছিলেন। ৫ ওভারে ৪৬ রান তোলার পর সাকিব ভাঙেন ওপেনিং জুটি। আন্দ্রিয়াস গাওস সাজঘরে ফেরার পরই শুরু হয় যুক্তরাষ্ট্রের আসা যাওয়ার মিছিল। দুই প্রান্ত থেকে বাংলাদেশের বোলাররা চেপে ধরলে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। মোস্তাফিজের পাওয়ার প্লের শেষ ওভার থেকেই মূলত বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু। ৬ ওভারে এসে শায়ান জাহাঙ্গীরের উইকেট পান বাঁহাতি এই পেসার। 

এমনিতেই খর্বশক্তির দল। তার মধ্যে মূল একাদশের ক্রিকেটার নেই। সুযোগটা খুব ভালোভাবেই লুফে নিলেন মোস্তাফিজ। করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। ৪ ওভার বল করে ১ মেডেনসহ খরচ করেছেন মাত্র ১০ রান, নিয়েছেন ৬ উইকেট। তার আগে কোনও বাংলাদেশি কুড়ি ওভারের ক্রিকেটে ৬ উইকেট পাননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে ষষ্ঠ সেরা বোলিং করলেন মোস্তাফিজ। 

এদিন সাকিবও মাইলফলক ছুঁয়েছেন। গাওসকে ফিরিয়ে বাঁহাতি এই স্পিনার ছুঁয়েছেন ৭০০ উইকেটের মাইলফলক। নিয়েছেন একটিই উইকেট। তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদও পেয়েছেন একটি করে উইকেট। রিশাদ ছিলেন ভীষণ মিতব্যয়ী। ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান খরচ করেন তিনি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
টেস্ট থেকে অবসর চান কোহলি
আইপিএল আয়োজনে আগ্রহী ইংল্যান্ড
রোহিতের অবসরে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে গিল
সর্বশেষ খবর
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা
সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’