যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস শহরে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন ভোর) ছিল নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। মাঠে এবারের আসরের মাস্কট (বাঁ থেকে) টঙ্ক ও ব্লেজ।
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস শহরে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন ভোর) নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বর্ণিল পরিবেশনা।
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন ভোর) নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরমারদের হাতে হাতে ধোঁয়া ছড়ানোর যন্ত্র।
নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। এ উপলক্ষে নিউইয়র্কের একটি স্থানে সাধারণ মানুষের জন্য বোলিং করার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আয়োজক দেশ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং ফেভারিট ভারতকে নেইলপলিশের মাধ্যমে সমর্থন জানিয়েছেন একজন সমর্থক।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন ভোর) নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও কানাডা। নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একটি পার্কে দর্শকদের জন্য ছিল বড় পর্দায় খেলা দেখার সুযোগ।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন ভোর) নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৩ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। নিজের দেশের পতাকা হাতে উল্লাস করেছেন আমেরিকার সমর্থকরা।