X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রকে সুপার এইটে নিলো বৃষ্টি, বিদায় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৪, ২৩:৪০আপডেট : ১৪ জুন ২০২৪, ২৩:৫৭

ফ্লোরিডার লডারহিলে আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কানাডা ও পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট মাতানো দলটি ভারতের কাছে হেরে যায়। তারপরও পরের পর্বে ওঠার দৌড়ে তারাই ছিল এগিয়ে। কিন্তু শুক্রবার গ্রুপের শেষ ম্যাচ খেলতেই পারলো না তারা। বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবুও ইতিহাস গড়ার আনন্দে মেতে উঠলো আমেরিকা। আইসিসির সপ্তম সহযোগী দেশ হিসেবে তারা গ্রুপ পর্ব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার পর্বে (৮/১০/১২) খেলতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচ হওয়ার কথা থাকলেও টসই হলো না। ম্যাচ হলো ওয়াশআউট। বৃষ্টি না হলেও আউটফিল্ড ভেজা থাকায় বল গড়ায়নি। তিন ঘণ্টা ধরে মাঠকর্মীরা মাঠ শুকাতে যুদ্ধ করে গেছেন। স্থানীয় সময় বেলা দেড়টার দিকে যখন খেলা হওয়ার আভাস মিলছিল, তখনই শুরু হয় বৃষ্টি। ম্যাচ পরিত্যক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। তাতে করে কপাল পুড়লো গত আসরের ফাইনালিস্ট পাকিস্তানের, তিন ম্যাচে দুটি পয়েন্ট তাদের। আর চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই সুপার এইটে উঠে ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র।

সাউথ ফ্লোরিডা ভারী বৃষ্টি ও বন্যায় ভুগছে। মঙ্গলবার লডারহিলে শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচ এই কারণে পরিত্যক্ত হয়। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু ৩০ গজ বৃত্তের বাইরে মাঠের কয়েকটি অংশ ভেজা ছিল। আম্পায়াররা কয়েক দফা মাঠ পরিদর্শন করেন। মাঠকর্মীরা যথাসাধ্য চেষ্টা করেছেন মাঠে খেলা গড়ানোর। পারেননি তারা। ভারী বৃষ্টিতে ধুয়ে যায় ম্যাচ।

পাকিস্তান ও আয়ারল্যান্ড তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে নিয়মরক্ষার জন্য। এরই মধ্যে ‘এ’ গ্রুপ থেকে ভারত সুপার এইট নিশ্চিত করেছে। তাদের সঙ্গী হলো এবার যুক্তরাষ্ট্র।

এছাড়া দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া সুপার এইটের টিকিট পেয়েছে। বাকি দুটি জায়গা পূরণের দৌড়ে এগিয়ে আছে বাংলাদেশ, স্কটল্যান্ড ও ইংল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
নাসাউ পিচ পেলো ‘অসন্তোষজনক’ রেটিং
বড় অঙ্কের বোনাস ফিরিয়ে দিয়ে অর্ধেক নিলেন দ্রাবিড়!
বিশ্বকাপে না খেলেও জয়সওয়াল, চাহালরা পাচ্ছেন ৫ কোটি রুপি
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ