X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পাকিস্তান সফরে সরকারের কাছে নিরাপত্তা পরামর্শক চেয়েছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৪, ২৩:১৬আপডেট : ০১ আগস্ট ২০২৪, ২৩:১৬

চলতি মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। এই সফরের আগে আগামী ৬ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ ‘এ’ দলও। দুটি সিরিজের সবকিছু ঠিক থাকলেও তার আগে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি সফর চলাকালীন বাংলাদেশ সরকারের কাছ থেকে একজন নিরাপত্তা পরামর্শকও চেয়েছে তারা।


ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এ দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘দেখুন, নিরাপত্তা দেওয়াটা আসলে তাদের (পাকিস্তান) ওপর নির্ভর করে। তারা আমাদের রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে বলেই সেখানে আমরা সফর করছি। তাদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর এই সফরটি চূড়ান্ত করা হয়েছে।’


পূর্বে পাকিস্তানে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে জালাল ইউনুস আরও বলেছেন, ‘আপনি নিশ্চয়ই জানেন যে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছিল এবং তারা আমাদের রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তাই প্রদান করেছিল। তারা আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করেছিল বলেই ওই টু্র্নামেন্টে খেলেছি। এছাড়া সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক দল সেখানে সফর করেছে। নিরাপত্তা নিয়ে তারাও সন্তুষ্ট ছিল।’


এতো কিছুর পর জালাল ইউনুসের কণ্ঠে পাকিস্তান সিরিজ নিয়ে কিছুটা অস্বস্তি আছেই, ‘আমরা অবশ্যই নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত ছিলাম। তবে তাদের থেকে সবরকম আশ্বাস পাওয়ার পরই এই সফর চূড়ান্ত করেছি। সেইসঙ্গে সরকারকে অনুরোধ করেছি, সফর চলাকালীন সময়ে আমাদেরকে একজন নিরাপত্তা পরামর্শক দেওয়ার জন্য, যিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সর্বদা তাদের (আয়োজক) সাথে যোগাযোগ বজায় রাখবেন।’


 

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন বুলবুল
বিসিবির নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
রজতজয়ন্তীর দিনে হোম অব ক্রিকেটে অনার্স বোর্ড
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন