চলতি মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। এই সফরের আগে আগামী ৬ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ ‘এ’ দলও। দুটি সিরিজের সবকিছু ঠিক থাকলেও তার আগে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি সফর চলাকালীন বাংলাদেশ সরকারের কাছ থেকে একজন নিরাপত্তা পরামর্শকও চেয়েছে তারা।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এ দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘দেখুন, নিরাপত্তা দেওয়াটা আসলে তাদের (পাকিস্তান) ওপর নির্ভর করে। তারা আমাদের রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে বলেই সেখানে আমরা সফর করছি। তাদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর এই সফরটি চূড়ান্ত করা হয়েছে।’
পূর্বে পাকিস্তানে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে জালাল ইউনুস আরও বলেছেন, ‘আপনি নিশ্চয়ই জানেন যে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছিল এবং তারা আমাদের রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তাই প্রদান করেছিল। তারা আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করেছিল বলেই ওই টু্র্নামেন্টে খেলেছি। এছাড়া সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক দল সেখানে সফর করেছে। নিরাপত্তা নিয়ে তারাও সন্তুষ্ট ছিল।’
এতো কিছুর পর জালাল ইউনুসের কণ্ঠে পাকিস্তান সিরিজ নিয়ে কিছুটা অস্বস্তি আছেই, ‘আমরা অবশ্যই নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত ছিলাম। তবে তাদের থেকে সবরকম আশ্বাস পাওয়ার পরই এই সফর চূড়ান্ত করেছি। সেইসঙ্গে সরকারকে অনুরোধ করেছি, সফর চলাকালীন সময়ে আমাদেরকে একজন নিরাপত্তা পরামর্শক দেওয়ার জন্য, যিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সর্বদা তাদের (আয়োজক) সাথে যোগাযোগ বজায় রাখবেন।’