X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

ক্রেডিট আমার হাতে নেই, পুরোটা খেলোয়াড়দের: সোহেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৮

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা চাট্টিখানি কথা নয়। তবে এই সাফল্য ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। বাংলাদেশ দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত, তখন টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে আলাদা করে প্রস্তুতি ক্যাম্প করা হয়েছে। দেশের তিনটি ভেন্যুতে বাংলাদেশ টাইগার্সের কোচ মো. সোহেল ইসলামের তত্ত্বাবধানে চলে এই অনুশীলন। ওই প্রস্তুতি ক্যাম্পের ফলই হাতেনাতে পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডি এবং মানকিতার দুর্দান্ত কম্বিনেশন দেখা গেছে পুরো সিরিজে। 

দলের সাফল্যে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের জাতীয় দলের কোচিং স্টাফদের নিয়ে মাতামাতি হলেও স্থানীয় কোচদের কথা কেউ বলছেন না। এ নিয়ে অবশ্য আফসোস নেই স্থানীয় কোচ সোহেল ইসলামের। বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমকে সোহেল ইসলাম বলেছেন, ‘দেখেন আমি তো বোর্ডে অনেক দিন ধরে চাকরি করি। আমাদের যেটা কাজ, ওটার মধ্যেই থাকার চেষ্টা করি। ক্রেডিট কে দেবে না দেবে, সেটা তো আমার হাতে নেই। আমার নিয়ন্ত্রণের মধ্যে যা আছে, সেটা করার চেষ্টা করি।’

এই ঐতিহাসিক জয়ের কৃতিত্ব সোহেল নিজে না নিয়ে সবটুকুই দিলেন ক্রিকেটারদের। বললেন, ‘এই যে আমরা জিতেছি, পুরো ক্রেডিটটা আসলে ক্রিকেটারদের দিতে চাই। সব সময়ই এসব ট্রেনিং হয়, তবে এবার ছেলেদের মধ্যে ভালো করার তাগিদ ছিল। তারা খুবই বেশি সম্পৃক্ত ছিল। ক্রিকেটাররা সবাই চেয়েছে এবং মুশফিকও চেয়েছে তারা যে জায়গায় আছে, সেখান থেকে কীভাবে আসলে আরও ভালো করা যেতে পারে। যখন অনুশীলনের মধ্যে সবাই সম্পৃক্ত থাকে, তখন আসলে ভালো কিছু হওয়ার থাকে। পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টে যার প্রতিফলন দেখতে পাচ্ছি।
 
পাকিস্তান সিরিজের আগে করা ট্রেনিং নিয়ে সোহেল বলেছেন, ‘বিশ্বকাপের সময় হাথুরু আমাদের একটা প্রস্তুতির নকশা দিয়েছিল। সেই নকশা সংশোধন করে ক্রিকেটারদের নিয়ে ভাগ ভাগ করে প্রথমে সিলেট পরে চট্টগ্রামে, সবশেষ ঢাকায় প্রস্তুতি ক্যাম্প করি। আমাদের ক্রিকেটারদের শেখার ইচ্ছা প্রবল। তারাই অনুশীলনের মধ্য থেকে আমার কাছে নিজেদের টেকনিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করে। আমি সমাধানের চেষ্টা করেছি। ক্রিকেটারদের সঙ্গে ওয়ান টু ওয়ান কাজ করেছি। লাল বলে ওপেনারদের নিয়ে কাজ করেছি, গ্রানাইটে বল খেলিয়েছি।’

সামনেই ভারত সফর। এই সফরের আগে আগামী ৮ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু হবে। এই অনুশীলনের দায়িত্বও পড়েছে স্থানীয় এই কোচের ওপর, ‘আমরা আজ ১২ জন ক্রিকেটার নিয়ে সাদা বলে প্রস্তুতি শুরু করেছি। প্রথম দিনে কয়েকজন ক্রিকেটার অনুপস্থিত ছিল। তবে কালও কয়েকজন যোগ দেবেন। ফিটনেস ও স্কিল- এ দুটো দিক নিয়েই কাজ করছি। আশা করছি, এবারের প্রস্তুতিও ক্রিকেটারদের জন্য সিরিজ সহায়ক হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
হ্যাটট্রিক জয়ের পর হার দেখলো বাংলাদেশের যুবারা
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা
এপ্রিলে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মিরাজ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৫)
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর