X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৩

ব্যতিক্রমীভাবেই নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে বুধবার এক ভিডিও বার্তার মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করা হয়। শুরুতে উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন জানান, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমেই এই স্কোয়াড ঘোষণা করা হবে। পরে প্রবাসীদের মুখে একে একে জানা যায় ১৫ সদস্যের দলটিতে কারা আছেন। 

ভিডিওটিতে সবার শেষে নারী ক্রিকেট দলকে শুভকামনা জানান ছেলেদের দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সর্বশেষ এশিয়া কাপে না থাকলেও আসন্ন বিশ্বকাপে সুযোগ হয়েছে সোবহানা মোস্তারী, তাজ নেহার, সাথী রানি ও দিশা বিশ্বাসের। অপর দিকে জায়গা হারিয়েছেন রুমান আহমেদ, রুবাইয়া হায়দার ঝিলিক, ইশমা তানজিম, সাবিকুম নাহার জেসমিন ও শরিফা খাতুনের। 

সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরু ৩ অক্টোবর। শুরুতে ভেন্যু ছিল বাংলাদেশ। কিন্তু জুলাই-আগস্টে সরকার পতনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় সেটা মরুর বুকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আয়োজনের স্বত্ব থাকছে  বিসিবির কাছেই।

১০টি দলের অংশগ্রহণে চার-ছক্কার এই উৎসবের পর্দা নামবে ২০ অক্টোবরের ফাইনাল দিয়ে। অংশ নেওয়া ১০টি দল বিশ্বকাপ খেলবে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

শারজায় বাংলাদেশের বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। তার পর ৫ অক্টোবর একই ভেন্যুতে প্রতিপক্ষ ইংল্যান্ড। ১১ অক্টোবর শারজাতেই আবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। তার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার,তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস।

/এফআইআর/
সম্পর্কিত
সিরিজ জিতে পাকিস্তান যেতে পারবে বাংলাদেশ?
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, বাদ শাহীন-বাবর
‘হয় জিতবো অথবা হেরে যাবো, ড্র করা যাবে না’
সর্বশেষ খবর
কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ
কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ
গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী ১০০টি ট্রাক
গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী ১০০টি ট্রাক
‘পাহাড়ি বিপদজনক রাস্তায় ভয়ে ভয়ে ছিলাম’
‘পাহাড়ি বিপদজনক রাস্তায় ভয়ে ভয়ে ছিলাম’
সকালেই বৃষ্টিতে নাকাল নগরবাসী, দিনভর যানজটের শঙ্কা
সকালেই বৃষ্টিতে নাকাল নগরবাসী, দিনভর যানজটের শঙ্কা
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
করিডর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নাই: নিরাপত্তা উপদেষ্টা
করিডর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নাই: নিরাপত্তা উপদেষ্টা