X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘পাহাড়ি বিপদজনক রাস্তায় ভয়ে ভয়ে ছিলাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১০:২৪আপডেট : ২২ মে ২০২৫, ১০:৫৩

ভুটানের নারী ফুটবল লিগে বাংলাদেশের ১০ জন ফুটবলার খেলছেন। এরমধ্যে ৫জন আবার জাতীয় দলের প্রস্তুতির জন্য ১৭ মে দেশে ফিরেছেন। ফিরেই কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দিয়েছেন তারা। সেই ৫ জনের অন্যতম সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। পারো এফসির হয়ে ভুটানের প্রথম ম্যাচে গোলও পেয়েছেন এই উইঙ্গার। ভুটানে বেশ কিছুদিন থেকে সেখানকার ক্লাবে পেশাদার আচরণ পেয়ে মুগ্ধতা ছড়িয়েছে সবার মাঝে।

ভুটান যাওয়ার আগে সেভাবে চিন্তাও করতে পারেননি ক্লাবগুলো পেশাদারিত্বের আবহে রয়েছে। ঋতুপর্ণা যে দলে রয়েছেন, সেখানে কোচ-ফিজিও সহ আনুষাঙ্গিক সবকিছুই আছে। বিদেশি খেলোয়াড়দের জন্য প্রেসিডেন্ডস রিসোর্ট তো রয়েছেই। প্রায় দুই সপ্তাহ বিরতি দিয়ে একটি ম্যাচ হচ্ছে। তবে তা হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।

ঋতুপর্ণারা তো প্রথম ম্যাচ খেলতে গিয়েছিলেন পাহাড়ি বিপদজনক রাস্তায় প্রায় ৮ ঘণ্টা ভ্রমণ করে। ঋতুপর্ণা বাংলা ট্রিবিউনকে বলছিলেন,‘আসলে ভুটান যে নারী ফুটবলে এতো জোর দিয়েছে তা চিন্তাও করিনি আমরা। পেশাদার ভিত্তিতে ওখানে লিগ চলছে। আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক ম্যাচ খেলছি এক জেলা থেকে অন্য জেলায়। কখনও চিন্তা করিনি পাহাড়ি বিপদজনক রাস্তায় ভয়ে ভয়ে ঘণ্টার পর ঘণ্টা ভ্রমণ করে খেলতে যেতে হবে। অথচ আমি একজন পাহাড়ি মেয়ে। আমার নিজেরই ভয় লেগেছে। রাস্তার এমন অবস্থা ছিল, একটু এদিক সেদিক হলেই বড় বিপদ...।’

তারপরও তাদের পেশাদারিত্বের আচরণে ঋতুপর্ণা মুগ্ধ,‘পেশাদার লিগ বলতে পারেন। তাই সবকিছু মেনে খেলছি। এতে নতুন করে অভিজ্ঞতা হচ্ছে। সেই ক্লাবে সবরকমের সুবিধা আছে, খাওয়া থেকে শুরু করে সবকিছুতে। একটি পেশাদার দলে যা থাকে। আমাদের নতুন করে সবকিছু অভিজ্ঞতা হচ্ছে।’

ভুটান নারী ফুটবলে সাফ অঞ্চলে বেশিদূর যেতে পারেনি। তারপরও তাদের পেশাদারিত্ব থেকে নিজ দেশের তুলনা করতে গিয়ে ঋতুপর্ণা বলেছেন,‘আমরা দুইবারের সাফ চ্যাম্পিয়ন। তারপরও আমাদের এখানে নারী লিগের সেভাবে অবকাঠামো গড়ে উঠেনি। লিগ কবে হবে আমরা জানি না। পেশাদার ক্লাবেরও অভাব আছে। ভুটানের মতো ছোট দেশ যদি করতে পারে, তাহলে আমরা কেন পারছি না ভেবে খারাপ লাগে। হয়তো  সামনের দিকে সবকিছু ঠিক হবে এমন আশায় আছি।’

ভুটানের লিগে খেলে মাসে ভালো অর্থ পাচ্ছেন ঋতুপর্ণা। তবে বাফুফের চুক্তিবদ্ধ খেলোয়াড় হয়ে বিদেশের লিগে খেললে তখন আবার এখানে বেতন পাবেন না। ঋতুপর্ণা সেটা মেনে নিচ্ছেন স্বাভাবিকভাবে,‘ভুটানের লিগে খেলে ভালোই অর্থ পাচ্ছি। তা বাফুফের দেওয়া বেতন থেকে বেশি। যেহেতু ক্যাম্পে সবসময় থাকতে পারবো না। তাই আমার মনে হয়, বেতন না পেলেও সমস্যা হবে না।’

জর্ডানে তিনজাতি টুর্নামেন্ট শেষে ৭ জুন আবার ঋতুপর্ণাসহ ৫জন ফিরে যাবেন ভুটান। আবার ফিরবেন এশিয়ান কাপ বাছাই পর্বের আগে।

দেশে ফিরে ঋতুপর্ণাকে আবার জাতীয় দলের সঙ্গে একদিন অনুশীলন করতে না করতেই রাঙামাটি চলে যেতে হয়েছে। বাফুফে সূত্রে জানা গেছে, ঋতুপর্ণার মা অসুস্থ। যে কারণে তিনি ক্যাম্প থেকে ছুটি নিয়েছেন। ছুটি শেষে আগামী শনিবার আবারও ক্যাম্পে ফেরার কথা রয়েছে তার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্যানসারে আক্রান্ত ফুটবলার ঋতুপর্ণার মা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা
রাত আড়াইটায় সংবর্ধনা দেওয়া হবে আফঈদাদের
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
সর্বশেষ খবর
জরুরি আইন রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে একমত দলগুলো: আলী রীয়াজ
জরুরি আইন রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে একমত দলগুলো: আলী রীয়াজ
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত অর্ধশতাধিক
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত অর্ধশতাধিক
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
সর্বাধিক পঠিত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ