X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

কলকাতায় ব্রাভোকে দিয়ে গম্ভীরের শূন্যস্থান পূরণ

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৬

গৌতম গম্ভীর এখন ভারতের জাতীয় দলের কোচ। গত আইপিএলে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে জেতান শিরোপা। ফ্র্যাঞ্চাইজি তার শূন্যস্থান পূরণ করলো ডোয়াইন ব্রাভোকে দিয়ে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিনেই দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার।

নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত ব্রাভো, ‘সিপিএলে আমি গত ১০ বছর ধরে ত্রিনবাগো নাইট রাইডার্সের অংশ ছিলাম। বিভিন্ন লিগে নাইট রাইডার্সের পক্ষে-বিপক্ষে খেলেছি। তাদের কাজের ধরনের প্রতি আমার অনেক শ্রদ্ধা। মালিকদের আবেগ, ম্যানেজমেন্টের পেশাদারিত্ব এবং পরিবারের মতো পরিবেশ একে বিশেষ জায়গা বানিয়েছে। খেলা থেকে পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের মেন্টরিং ও কোচিং করাতে যাচ্ছি, এটা আমার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম।’

চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘদিনের সাফল্যমণ্ডিত সম্পর্কের অবসান ঘটালেন ব্রাভো। ক্লাবটির সঙ্গে বিভিন্ন ভূমিকায় চারটি শিরোপা জিতেছেন তিনি। ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে, দীর্ঘমেয়াদী চুক্তিতে সম্মতির আগে সিপিএল চলাকালে কেকেআর সিইও ভেঙ্কি মায়শুরের সঙ্গে দেখা করেন ব্রাভো। শুধু কলকাতাই নয়, টি-টোয়েন্টি লিগে নাইট রাইডার্সের অন্য ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো, লস অ্যাঞ্জেলস ও আবুধাবির দায়িত্বেও থাকবেন তিনি। 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসর শুরুর আগেই ব্রাভো ঘোষণা দেন, দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটাই তার শেষ খেলা। ইনজুরির কারণে আগেভাগে বিদায় নিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্পেশালিস্টকে। বৃহস্পতিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে তৃতীয় মৌসুমে ব্রাভোর খেলার কথা। তাকে ধরে রেখেছিল এমআই এমিরেটস। কিন্তু মঙ্গলবার সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে খেলায় কুচকির চোট পাওয়ায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ব্রাভো। টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি গত বছর আইপিএল থেকেও সরে দাঁড়ান। মনোযোগ দেন কোচিংয়ে, শেষ এক বছরে চেন্নাই ও আফগানিস্তান পুরুষ দলের সঙ্গে কাজ করেছেন।

ইনস্টাগ্রামে একটি পোস্টে ব্রাভো বলেছেন, ‘আমার মন চায় চালিয়ে যেতে। কিন্তু আমার শরীর আর ব্যথা, ধকল সইতে পারছে না। আমি নিজেকে এমন অবস্থানে রাখতে পারি না যাতে করে আমার সতীর্থ, আমার ভক্ত ও আমার দলকে অসুবিধায় পড়তে হয়। তাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আজ খেলা থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিচ্ছি, চ্যাম্পিয়ন বিদায় বলে দিলো।’

১৮ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে আইপিএল, পিএসএল ও বিগ ব্যাশে শিরোপা জিতেছেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইবারের চ্যাম্পিয়ন। এই সংস্করণে স্বদেশী কিয়েরন পোলার্ডের (৬৮৪) পর দ্বিতীয় সর্বোচ্চ ৫৮২ ম্যাচ খেলে ৬৩১ উইকেট নিয়েছেন তিনি।

সিপিএলে ব্রাভো সবচেয়ে সফল খেলোয়াড়। সব মিলিয়ে পাঁচটি শিরোপা জিতেছেন, তিনটি ত্রিনবাগোর সঙ্গে। তাদের সঙ্গে চতুর্থ ট্রফি জিতে সিপিএল ক্যারিয়ার শেষ করার আশায় তিনি। ২০১৭ ও ২০১৮ সালে ত্রিনবাগোকে টানা দুই শিরোপা জয়ে নেতৃত্ব দেন এবং ২০২১ সালে প্যাট্রিয়টসের প্রথম শিরোপা জয়ী অধিনায়ক ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
লখনউর দায়িত্ব পেয়ে পান্ত বললেন, ‘দলের জন্য দুইশ ভাগ উজাড় করে দেবো’
বেঙ্গালুরুর অধিনায়ক কে, বিরাট ঘোষণা ডি ভিলিয়ার্সের
আইপিএলে কোনও বাংলাদেশি দল না পাওয়ায় হতাশ ফাহিম
সর্বশেষ খবর
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের আপিল শুনানি ফের ৮ মে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের আপিল শুনানি ফের ৮ মে
ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক কার্যক্রম শাটডাউন
ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক কার্যক্রম শাটডাউন
ঢাকা ও রোমের মধ্যে অভিবাসন সংক্রান্ত সমঝোতা সই
ঢাকা ও রোমের মধ্যে অভিবাসন সংক্রান্ত সমঝোতা সই
খালেদা জিয়ার দেশে ফেরা: বিমানবন্দর সড়কে তীব্র যানজট
খালেদা জিয়ার দেশে ফেরা: বিমানবন্দর সড়কে তীব্র যানজট
সর্বাধিক পঠিত
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?