X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

সিরিজ হেরে শান্ত বললেন, ‘আমরা বারবার একই ভুল করছি’

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ১২:০১আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১২:০১

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৮৬ রানের পরাজয়ে সিরিজও হেরে গেলো নাজমুল হোসেন শান্তরা। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচেও পরিস্থিতি পাল্টায়নি। প্রথম ম্যাচের থেকে কেবল ৮ রান বেশি করেছে তারা পরেরটিতে। ম্যাচ হারে শান্তর সরল স্বীকারোক্তি, ‘আমরা বারবার একই ভুল করছি।’

৪ ওভার শেষে স্কোর ছিল ১ উইকেটে ৩৮ রান। সেখান থেকে হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। অথচ প্রথম ইনিংসে রিংকু সিং ও নীতিশ কুমার রেড্ডি বাংলাদেশের বোলারদের ‘কাউন্টার অ্যাটাক’ করেছেন। ৮৬ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বললেন, ‘একই ভুলগুলো বারবার করছি আমরা। যেটা দল হিসেবে ভালো ব্যাপার না। আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। আর যদি টস জিতে বোলিং নেওয়ার কথা বলেন, তাহলে বলবো সেটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল। আমরা প্রথম ৬-৭ ওভারে ভালো বোলিং করেছি। তবে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। এরপর তারা (ভারত) ভালো ব্যাটিং করেছে।’

প্রতি ম্যাচে ব্যর্থ হওয়ার পরই ক্রিকেটাররা ব্যাটিংয়ে উন্নতির কথা বলেন। কিন্তু ম্যাচের পর ম্যাচ চলে গেলেও সেই উন্নতি চোখে পড়ে না। বুধবার ম্যাচ শেষে আরও একবার পুরানো কথাটাই যেন নতুন করে বললেন বাংলাদেশের অধিনায়ক, ‘নিজের ওপর ভরসা রাখাটা জরুরি। আপনি যদি দেখেন, ৬-৭ ওভারের পর কিন্তু আমরা নিজেদের পরিকল্পনা সেভাবে বাস্তবায়ন করতে পারিনি। যেটা ম্যাচের ব্যবধান গড়ে দেয়। তবে তানজিম সাকিব, মোস্তাফিজ ও তাসকিন ভালো বল করেছে। মাঝের ওভারগুলোতে আমাদের আরও ২-১টি উইকেট প্রয়োজন ছিল। ব্যাটার হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি কীভাবে বেশি সময় ক্রিজে থাকা যায়, সেটা নিয়েও কাজ করতে হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
দলে নিঃস্বার্থ ক্রিকেটারদের চান সূর্যকুমার
বাংলাদেশের বোলারদের লজ্জায় ডুবিয়ে ভারতের রেকর্ড
১৩৩ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
সর্বশেষ খবর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ