জেদ্দায় সোমবার আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনে অবিক্রিত থাকলেন বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান।
২ কোটি রুপি ভিত্তিমূল্যে এবারের নিলামে অংশ নিয়েছেন দ্য ফিজ। নিলামের দ্বিতীয় দিন প্রথম বাংলাদেশি হিসেবে তাকে ডাকাও হয়। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি বাঁহাতি পেসারকে নেওয়ার আগ্রহ দেখায়নি।
লেগস্পিনার রিশাদ হোসেনেরও একই দুর্ভাগ্য বরণ করতে হয়েছে। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।
আরও ১০ বাংলাদেশি এখন পর্যন্ত নিলামে ডাকই পাননি।
মোস্তাফিজ একমাত্র বাংলাদেশি হিসেবে গত আসরের নিলামে বিক্রি হয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচ খেলে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট নেন তিনি।