X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রামে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩১আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩১

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এই পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের দর্শকরা সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এ ছাড়া সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় ম্যাচ দেখতে পারবেন বন্দরনগরীর দর্শকরা।

ছাদখোলা পূর্ব গ্যালারিতে দর্শকরা ২০০ টাকার বিনিময়ে খেলা দেখতে পারবেন। অন্যদিকে পূর্ব গ্যালারির টিকিট মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউজ ৮০০ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট ১ হাজার ৫০০ টাকা।

সবচেয়ে মূল্যবান টিকিট গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটি, যার দাম ২৫০০ টাকা। সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বুথ এবং নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের বুথ, মুধুমিতা ব্যাংক আগ্রাবাদ শাখা ও একই ব্যাংকের নিজামউদ্দিন শাখা থেকে দর্শকরা টিকিট কিনতে পারবেন।

এছাড়া অন্য সময় ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন নির্ধারিত সময়ে টিকিট কেনার সুযোগ পাবেন দর্শকরা। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এ ছাড়া অনলাইনে টিকিট সংগ্রহের সময় সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ঘরে বসে বিপিএলের টিকিট কাটতে এই ওয়েব অ্যাড্রেসে যেতে হবে। এরপর নিজের এনআইডি নম্বর, ফোন নম্বর এবং ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর ফোনে ৮ ডিজিটের একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠানো হবে। এর মাধ্যমেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব। একই দিন সন্ধ্যায় মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। সবমিলিয়ে এই ভেন্যুতে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি শেষ হবে চট্টগ্রাম পর্বের খেলা। এরপর ঢাকায় ফিরে আসবে বিপিএল। ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল দিয়ে শেষ হবে একাদশতম আসর।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বিপিএলে টিকিট বিক্রি থেকে রেকর্ড আয়, ভাগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা
বেলস পার্কে জনসমুদ্র, নিরাপত্তার কারণে পণ্ড কনসার্ট, তামিমদের দুঃখ প্রকাশ
অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা, ট্রফি উঁচিয়ে ধরেই মঞ্চ ত্যাগ করলেন তামিম-মুশফিকরা
সর্বশেষ খবর
সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব: শতাধিক বাড়িঘর ও ফসলের ক্ষতি
সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব: শতাধিক বাড়িঘর ও ফসলের ক্ষতি
গাজায় চলমান খাদ্য অবরোধ শিথিল করবে ইসরায়েল
গাজায় চলমান খাদ্য অবরোধ শিথিল করবে ইসরায়েল
শ্রম ভবনের প্রধান ফটকে কর্মকর্তাদের পথরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ
শ্রম ভবনের প্রধান ফটকে কর্মকর্তাদের পথরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ
হিলিতে বোরো ধানে মাজরা পোকার আক্রমণ, দুশ্চিন্তায় চাষিরা
হিলিতে বোরো ধানে মাজরা পোকার আক্রমণ, দুশ্চিন্তায় চাষিরা
সর্বাধিক পঠিত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ