বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এই পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের দর্শকরা সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এ ছাড়া সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় ম্যাচ দেখতে পারবেন বন্দরনগরীর দর্শকরা।
ছাদখোলা পূর্ব গ্যালারিতে দর্শকরা ২০০ টাকার বিনিময়ে খেলা দেখতে পারবেন। অন্যদিকে পূর্ব গ্যালারির টিকিট মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউজ ৮০০ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট ১ হাজার ৫০০ টাকা।
সবচেয়ে মূল্যবান টিকিট গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটি, যার দাম ২৫০০ টাকা। সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বুথ এবং নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের বুথ, মুধুমিতা ব্যাংক আগ্রাবাদ শাখা ও একই ব্যাংকের নিজামউদ্দিন শাখা থেকে দর্শকরা টিকিট কিনতে পারবেন।
এছাড়া অন্য সময় ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন নির্ধারিত সময়ে টিকিট কেনার সুযোগ পাবেন দর্শকরা। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এ ছাড়া অনলাইনে টিকিট সংগ্রহের সময় সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
ঘরে বসে বিপিএলের টিকিট কাটতে এই ওয়েব অ্যাড্রেসে যেতে হবে। এরপর নিজের এনআইডি নম্বর, ফোন নম্বর এবং ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর ফোনে ৮ ডিজিটের একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠানো হবে। এর মাধ্যমেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব। একই দিন সন্ধ্যায় মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। সবমিলিয়ে এই ভেন্যুতে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি শেষ হবে চট্টগ্রাম পর্বের খেলা। এরপর ঢাকায় ফিরে আসবে বিপিএল। ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল দিয়ে শেষ হবে একাদশতম আসর।