X
রবিবার, ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

বিপিএলে ফিক্সিং নিয়ে বিসিবি সভাপতি, ‘কাউকে ছাড় দেবো না’

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৯

চলতি বিপিএল নিয়ে অভিযোগ উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অন্তত আটটি ম্যাচকে ফিক্সিংয়ের জন্য সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অধীনে দুর্নীতি দমন ইউনিট এই ম্যাচগুলো নিয়ে তদন্তেও নামছে। এমন অভিযোগের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকবাজকে জানিয়েছেন, দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। 

এই মৌসুমে অস্বাভাবিক নো বল হয়েছে, কেউ কেউ প্রায় এক ফুট দূরে পা ফেলে বল করেছেন। পিচের বাইরেও বল পড়েছে কয়েকবার। তাছাড়া খেলোয়াড় বাছাইয়েও দেখা গেছে অস্বাভাবিকতা।

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অন্তত ১০ জন খেলোয়াড় ও চার ফ্র্যাঞ্চাইজিকে নজরে রেখেছে দুর্নীতি দমন ইউনিট। ১০ জন ক্রিকেটারের মধ্যে ছয়জন বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। দুইজন বয়সভিত্তিক পর্যায়ের বাংলাদেশি খেলোয়াড় এবং দুইজন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বেশি ১২টি সন্দেহজন কর্মকান্ড। সিলেট স্ট্রাইকার্সের ছয়টি এবং চিটাগং কিংসের রয়েছে দুটি।

যে আট ম্যাচ নিয়ে সন্দেহ রয়েছে, সেগুলো হলো ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী (৬ জানুয়ারি), রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস (৭ জানুয়ারি), ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স (১০ জানুয়ারি), দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস (১২ জানুয়ারি), চিটাগং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স (১৩ জানুয়ারি), ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স (২২ জানুয়ারি), ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স (২২ জানুয়ারি), দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্স (২৩ জানুয়ারি)।

এসবের প্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকবাজকে বলেছেন, ‘দেখুন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করতে পারবো না। কারণ এখানে একটা নিয়ম আছে, সেটা অনুসরণ করতে হবে।’

ফারুক অবশ্য বলেছেন দোষী সাব্যস্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। কঠিন শাস্তি ভোগ করতে হবে, ‘পুরো তালিকা এবং যেসব ঘটনা ঘটেছে বলা হচ্ছে, সেসব নোট করা হয়েছে। পরে হবে তদন্ত। তখন কিছু পাওয়া গেলে, কঠিন শাস্তি পেতে হবে। আর আমি নিজে যদি কিছু পাই, তাহলে তাদের জীবন কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আমি দোষী কাউকেই ছাড় দেবো না। সিদ্ধান্তটা একবার আর সবার জন্যই নেওয়া হবে; যেটা হবে উদাহরণযোগ্য।’

/এফআইআর/  
সম্পর্কিত
মাহমুদউল্লাহর জন্য শুভকামনা বিসিবি সভাপতির 
লিজেন্ডস লিগে না খেলে যে কারণে ফিরে এসেছেন আশরাফুলরা
হতশ্রী পারফরম্যান্সের পরেও বেতনের সঙ্গে ম্যাচ ফি বাড়ছে শান্ত-মুশফিকদের!
সর্বশেষ খবর
বাস রাখাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
বাস রাখাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ১
রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ১
আবরার ফাহাদ হত্যা মামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল
আবরার ফাহাদ হত্যা মামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল
হাসপাতালে এ আর রহমান
হাসপাতালে এ আর রহমান
সর্বাধিক পঠিত
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
আমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
যশোরে ফরহাদ মজহারআমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার