X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পারভেজের সেঞ্চুরিতে গুলশানকে বড় ব্যবধানে হারালো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৫, ১৬:৪৪আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৬:৪৪

নবীন গুলশান ক্রিকেট ক্লাব তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের শক্তিশালী মোহামেডানকে উড়িয়ে দিয়েছিল। সেই দলটি বৃহস্পতিবার হারলো খর্বশক্তির দলে পরিণত হওয়া আবাহনীর কাছে। বিকেএসপিতে ১৬২ রানের বড় ব্যবধানে জিতেছে ঐতিহ্যবাহী আবাহনী। আগে ব্যাটিং করে তারা ৬ উইকেট হারিয়ে ৩২৩ রান সংগ্রহ করে। জবাবে গুলশান ২৯.৪ ওভারে ১৬১ রানে অলআউট হয়েছে। তাতে ১৬২ রানের বড় জয় পেয়ে যায় মোসাদ্দেক হোসেন সৈকতের দল।

বিকেএসপিতে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৩ রান সংগ্রহ করে। জবাবে শুরুটা একেবারে খারাপ করেনি গুলশান ক্লাব। লিটন দাস ও জাওয়াদ আবরার মিলে গড়েন ৪৭ রানের জুটি। আবরার ১৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। এক ম্যাচ পর দলে ফেরা লিটনও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। দলীয় ৬৪ রানে ২১ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন লিটন। এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইফতেখার হোসেন ইফতিকে নিয়ে  খালেদ হাসান গড়েন ৩৫ রানের জুটি। ওটাই শেষ, এরপর গুলশানের কেউ বড় জুটি গড়তে পারেনি। শেষ দিকে নিহাদউজ্জামানের ৩৫ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে গুলশান কোনওমতো ১৬২ রান সংগ্রহ করতে পারে। সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন খালেদ। 

আবাহনীর বোলারদের মধ্যে রাকিবুল হাসান ৪০ রান খরচায় নেন চারটি উইকেট। এছাড়া ২৯ রানে তিনটি উইকেট শিকার করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া আবাহনীর দুই ওপেনার পারভেজ হোসেন ও জিসান আলম মিলে শুরুর জুটিতে যোগ করেছেন ৫১ রান। জিসান ৩৪ রানে আউট হলে জুটি ভাঙে আবাহনীর। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। ৭০ রানে দুই উইকেট হারানোর পর মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে ১৭১ রানের জুটি গড়েন পারভেজ। মিঠুন ৬৫ বলে ৫২ রান করে আউট হলেও সেঞ্চুরি পেয়েছেন পারভেজ। খেলেছেন ১২৪ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১২৬ রানের ইনিংস। তার সেঞ্চুরিতেই আবাহনী ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩২৩ রান।

গুলশানের বোলারদের মধ্যে আসাদুজ্জামান পায়েল তিনটি এবং আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
‘১৫ মিনিটের ফাইনালে’ টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে কিংসের শিরোপা
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ