চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা ক্রিকেটাররা ভালো উন্নতি করেছেন সর্বশেষ আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে।
নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তুলে ধরেছে ভারত। দারুণ পারফরম্যান্সের পর ভারতের ব্যাটার শুবমান গিল তার শীর্ষস্থান ধরে রেখেছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন তিনে। ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ ছিলেন তিনি। রোহিত ৮৩ বলে উপহার দেন ৭৬ রানের ইনিংস। টুর্নামেন্ট জুড়ে ২১৮ রান করা বিরাট কোহলি রয়েছেন শীর্ষ পাঁচে।
উন্নতি করেছে রানার্স আপ দল নিউজিল্যান্ডের তারকারাও। ত্রয়ী তারকা ড্যারিল মিচেল এক ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছেন। রাচিন রবীন্দ্র ১৪ ধাপ এগিয়ে ১৪তম এবং গ্লেন ফিলিপস ৬ ধাপ এগিয়ে ২৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।
ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়ে ভালো উন্নতি হয়েছে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের। পুরো টুর্নামেন্টে ৯ উইকেট নিয়েছেন স্যান্টনার। ফাইনালেও নিয়েছেন দুটি। তাতে বামহাতি স্পিনার ৬ ধাপ এগিয়েছেন। এখন তার অবস্থান দুই নম্বর। র্যাঙ্কিংয়ে তার চেয়ে এগিয়ে আছেন কেবল শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। সতীর্থ মাইকেল ব্রেসরওয়েলও এগিয়েছেন ১০ ধাপ। এখন ১৮তম স্থানে রয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ঢুকেছেন ভারতের স্পিনাররা। বামহাতি কুলদীপ যাদব ৩ ধাপ এগিয়ে তিন নম্বরে রয়েছেন।রবীন্দ্র জাদেজাও এগিয়েছেন তিন ধাপ। তার অবস্থান এখন দশ নম্বর।
ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। তার কাছে রয়েছেন আরেক আফগান তারকা মোহাম্মদ নবী। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার এক ধাপ এগিয়ে চার নম্বরে জায়গা করে নিয়েছেন।