রবিউল হকের পেসে পরাস্ত হয়ে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব ১১৫ রানে অলআউট হয়। ১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মার্শাল আইয়ুবের অপরাজিত ৫১ রানে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৩৮.৫ ওভারে ৫ উইকেটে জয় নিশ্চিত করে।
বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিং করে ধানমন্ডি অল্প পুঁজিতে লড়াই করেছে। লক্ষ্যে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অগ্রণী ব্যাংক। দলীয় ৫৩ রানে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় দলটি। পঞ্চম উইকেটে তাইবুর রহমান ও আইয়ুব মিলে ৪৭ রানের জুটি গড়ে দলীয় রান একশতে নিয়ে যান। তাইবুর ২২ রানে আউট হলে আইয়ুব ও শুভাগত মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। আইয়ুব ৯২ বলে ৫১ এবং শুভাগত ১৩ বলে ৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।
ধানমন্ডি ক্লাবের বোলারদের মধ্যে হাসান মুরাদ সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া এনামুল হক আনাম, মঈন খান ও ফজলে মাহমুদ রাব্বি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রবিউলের বোলিং তোপে পড়ে ধানমন্ডি ক্লাব। ব্যাটারদের কেউই প্রতিরোধ গড়তে পারেননি। মিডল অর্ডার ব্যাটার মঈন খানের ব্যাট থেকে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস আসে। এছাড়া নুরুল হাসান সোহান ২২, সানজামুল ইসলাম ১৮ এবং জাকির আহমেদ জেমের ব্যাট থেকে আসে ১৯ রান। ৩৩.৫ ওভারে অলআউট তারা।
অগ্রণী ব্যাংকের হয়ে রবিউল ১৪ রানে চারটি উইকেট শিকার করেন। এছাড়া আরিফ আহমেদ, তাইবুর রহমান প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।