ইমরুল কায়েসের অধিনায়কোচিত ইনিংসে বিকেএসপিতে আগে ব্যাটিং করে অগ্রণী ব্যাংক ২৯৪ রান করে। জবাবে খেলতে নেমে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫ উইকেট হারিয়ে ২৪৮ রানে থেমে যায়। দলকে ৪৬ রানে জেতাতে ৮৬ রান করে ম্যাচসেরা হয়েছেন ইমরুল।
বিকেএসপির চার নম্বর মাঠে ইমরুলের সর্বোচ্চ ইনিংস ও সাদমানের ৫৩ রানে প্রায় তিনশ রান করে অগ্রণী ব্যাংক। জবাবে খেলতে নেমে শাইনপুকুর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের অধিনায়ক রায়হান রাফসান কেবল প্রতিরোধ গড়েছেন। তাকে সঙ্গ দিয়েছেন মিনহাজুল আবেদীন সাব্বির। ১০৩ রানে পঞ্চম উইকেট পতনের পর রায়হান ও মিনহাজুল মিলে অবিচ্ছিন্ন ১৪৫ রানের জুটি গড়েন। এই জুটিতে জয়ের পথ তৈরি হয়নি, কেবল হারের ব্যবধানই কমেছে। সবমিলিয়ে শাইনপুকুরের ইনিংস থামে আড়াইশর আগেই।
অগ্রণী ব্যাংকের বোলারদের মধ্যে আরিফ আহমেদ, নাঈম হাসান দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান শুভাগত হোম।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৬০ রান তোলে অগ্রণী ব্যাংক। ইমরানুজ্জামান (৩২) আউট হওয়ার পর সাদমান ও ইমরুল মিলে গড়েন আরও ৫৮ রানের জুটি। সাদমান ৬৬ বলের ইনিংস খেলে আউট হলে চতুর্থ উইকেটে অমিত হাসানের সঙ্গে ইমরুল ৮৩ রানের জুটি গড়েন। এই জুটিতে দুইশ পেরিয়ে যায় অগ্রণী ব্যাংক। অমিত ৪১ রানে আউট হলে এই জুটি ভাঙে। ইমরুল সেঞ্চুরির সুবাস পেলেও শেষ পর্যন্ত পাননি। তার এই ইনিংসের ওপর দাঁড়িয়ে ৭ উইকেটে ২৯৪ রান তোলে অগ্রণী ব্যাংক।
শাইনপুকুরের বোলারদের মধ্যে আলী মোহাম্মদ ও রায়হান রাফসান নেন দুটি করে উইকেট।