X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৬:৪৯আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২১:৩২

গতকালই জানা গিয়েছিল কিছুটা সুস্থ হয়ে ঢাকায় ফিরবেন তামিম ইকবাল। মঙ্গলবার ইফতারের সময় পুলিশ প্রটোকলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ও মোহামেডানের সদস্য সচিব মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল (সোমবার) হার্টে রিং পরানোর পর থেকেই তামিমের অবস্থা একটু একটু করে উন্নতি হতে থাকে। রাতে পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আজ (মঙ্গলবার) সকালে সিসিইউ থেকে অল্প সময়ের জন্য কেবিনে নেওয়া হয় দেশসেরা এই ওপেনারকে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন।

গতকালই বলা ছিল, কিছুটা সুস্থ হলে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা-নিরিক্ষার পর তামিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ঢাকায় আনার সিদ্ধান্তটি পারিবারিক ভাবেই নেওয়া। তামিম নিজেও চাচ্ছিলেন এভারকেয়ার হাসাপাতালে যেতে। এই কারণেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেছেন, ‘পুরো বিষয়টিই পারিবারিক ভাবে নেওয়া। এর সঙ্গে আমাদের সম্পৃক্ততাও ছিলো। অবশ্যই ডাক্তারের মতামতের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সন্ধ্যার সময়টা বেছে নেওয়ার মূল কারণ মূলত ট্রাফিক এড়ানো। ইফতারের সময়টাতে রাস্তাঘাট একেবারেই ফাঁকা থাকে। এই সময়টাতে প্রলিশ প্রটোকলের মাধ্যমে সাভার থেকে বসুন্ধরায় অবস্থতি এভারকেয়ার হাসপাতালে তামিমকে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে মোহামেডানের এই কর্মকর্তা বলেছিলেন, ‘ইফতারের পর পরই গাড়িতে করে তামিমকে নিয়ে যাওয়া হবে। পুরো রাস্তায় যানজট। ইফতারের পর রাস্তা ফ্রি বলেই ওই সময় বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম পুলিশ প্রটোকলও পাবে। সর্বোচ্চ মহল থেকে এই সিদ্ধান্ত আসছে।’

তামিম মাঠে গুরুতর অসুস্থ হন সোমবার। তখন বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজেই চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সাকিবের ‘অভিযোগ’ নিয়ে তামিম বললেন, ‘ব্যাপারটা ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে’
হাথুরুসিংহেকে অপসারণের চেষ্টায় ভূমিকা ছিল তামিমের!
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের
রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের
মিয়ানমারে ইন্দোনেশিয়ান ইনফ্লুয়েন্সারকে ৭ বছরের কারাদণ্ড
মিয়ানমারে ইন্দোনেশিয়ান ইনফ্লুয়েন্সারকে ৭ বছরের কারাদণ্ড
মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’