X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

তাইজুলের ঘূর্ণির পর মিরাজ-তাওহীদের ব্যাটে জিতলো মোহামেডান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ১৫:৩২আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৬:৪১

তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে পুরো দলের ব্যাটিং ব্যর্থতার মাঝেও দারুণ ইনিংস খেলেছেন প্রাইম ব্যাংকের শামীম হোসেন। সেঞ্চুরি না পেলেও ৬১ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৮৯ রানের ইনিংস খেলেছেন তিনি। তার এই ইনিংসের ওপর দাঁড়িয়ে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানকে ১৭৫ রানের লক্ষ্য দিতে পারে প্রাইম ব্যাংক। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে তাওহীদ হৃদয় ও মেহেদী হাসানের জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভার আগেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। বল হাতে এক উইকেট ও ব্যাট হাতে ৬৭ রান করে ম্যাচ সেরা হয়েছেন মিরাজ। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় প্রাইম ব্যাংক। মোহামেডানের তাইজুল-এবাদতের বোলিংয়ে ১৭৪ রানে থামে দলটির ইনিংস। ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৮ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় মোহামেডান। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ ও তাওহীদ মিলে ২৬ রানের জুটি গড়েন। মাহমুদউল্লাহ ১৯ বলে ১০ রান করে আউট হলে ভাঙে জুটি। তার পর পঞ্চম উইকেটে তাওহীদ ও মেহেদী হাসান মিরাজ মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। জয় থেকে ২০ রান দূরে থাকতে ৯১ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। ৫৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলে আউট হন তিনি। বাকি পথটা আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে অনায়াসে পার হন মিরাজ। ৫৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৭ রান নিয়ে অপরাজিত থাকেন মিরাজ।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৩৩ রানে নেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন খালেদ আহমেদ ও শামীম হোসেন।
 
এর আগে ব্যাটিংয়ে নেমে মোহামেডনের পেসার এবাদত হোসেন ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৩২.২ ওভারে অলআউট হয় প্রাইম ব্যাংক। এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানো প্রাইম ব্যাংকের ত্রাতার ভূমিকাতে ছিলেন শামীম হোসেন। তার ৬১ বলে খেলা ইনিংসে কিছুটা হলেও লড়াইয়ের পুঁজি পায় প্রাইম ব্যাংক। ১০ চার ও ৪ ছক্কায় শামীম ৮৯ রানের ইনিংসটি সাজান। এছাড়া আরাফাত সানি ২১, ইরফান শুক্কুর ১৯ এবং নাঈম শেখের ব্যাট থেকে আসে ১৮ রানের ইনিংস।  

তাইজুল মাত্র ৫ রান খরচ করে শিকার করেন চারটি উইকেট। এবাদত ২৭ রানে শিকার করেন তিনটি উইকেট।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
দুই পেনাল্টির ম্যাচে মোহামেডানের দাপুটে জয়
১৩ বছরে ৯টি শিরোপা জিতেছি, এটা বিশেষ: মোসাদ্দেক
মোহামেডান সমর্থকের দিকে মাহমুদউল্লাহর তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে যা জানা গেলো
সর্বশেষ খবর
দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ
দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’