X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

শুধু ঘরোয়া ক্রিকেটে নয়, আন্তর্জাতিকেও প্রভাব বিস্তারের ভাবনা ইমনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ২১:৫৬আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২১:৫৬

ব্যাট হাতে দারুণ সময় পার করছেন পারভেজ হোসেন ইমন। গত রবিবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। ৮৮ রানে শাইনপুকুরকে গুঁড়িয়ে দেওয়ার পর আবাহনী ৪০ বলের মধ্যে ম্যাচ জিতে নেয়। জয়ের নায়ক ইমন। ২৩ বলে ৬ ছক্কা ও ৪টি চারে ৬৩ রান করেন তিনি। ১৫ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে দাপট দেখালেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমে হন ব্যর্থ। ইমন অবশ্য জানালেন আন্তর্জাতিক ক্রিকেটেও প্রভাব বিস্তার করতে প্রস্তুত হচ্ছেন তিনি।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে আছেন ইমন। আবাহনীর হয়ে ৯ ম্যাচে এরই মধ্যে করেছেন ৪৭৪ রান। স্ট্রাইক রেটও ১০০ ছুঁই ছুঁই। দুই সেঞ্চুরির সঙ্গে আছে তিনটি হাফ সেঞ্চুরিও। সবমিলিয়ে সেরা রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান তিনে।

পারভেজ হোসেন ইমন  আজ মিরপুরে অনুশীলন শেষে আগের ম্যাচে এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ের গল্প শোনালেন ইমন, ‘ইনিংসটায় লক্ষ্য কম ছিল, তাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা যেহেতু চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে আছি, আমাদের একটা রান রেটের ব্যাপার আছে। মাথায় ওটাই ছিল যেন দ্রুত শেষ করা যায়।’

পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন ইমন, ‘দ্রুতগতির খেলার পরিকল্পনা থাকে না। আমি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলি। যেদিন যেমন দরকার, সেরকম খেলি। রবিবার যেমন স্ট্রাইকরেট ছিল, প্রতিদিন এমন থাকে না। আমার ৯০ থাকে, ৯৫ থাকে। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি।’

অনেকেই ঘরোয়া ক্রিকেটে এভাবে নিয়মিত আলো ছড়ালেও আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে কঠিন বাস্তবতার মধ্যে পড়ে যান। ইমন অবশ্য জানালেন, বিশ্বমানের বোলারদের বিপক্ষে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন তিনি, ‘আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন, সেখানে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়। ভালো ভালো বোলাররা থাকে। আমরা চেষ্টা করছি ওখানেও কীভাবে দাপট দেখানো যায়। আমাদের চিন্তাভাবনা থাকে ওখানেও কীভাবে প্রভাব বিস্তার করা যায়।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
১৩ বছরে ৯টি শিরোপা জিতেছি, এটা বিশেষ: মোসাদ্দেক
মোহামেডান সমর্থকের দিকে মাহমুদউল্লাহর তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে যা জানা গেলো
হৃদয়ের নিষেধাজ্ঞা বেড়ে পাঁচ ম্যাচ
সর্বশেষ খবর
যাদের নিয়ে এবারের ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
যাদের নিয়ে এবারের ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ধোনি
হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ধোনি
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি চলতি সপ্তাহে 
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি চলতি সপ্তাহে 
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!