X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

১১১ রান করেও চাহাল-ইয়ানসেন জাদুতে কলকাতাকে হারালো পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ২৩:১১আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২৩:৫২

মুল্লানপুরে অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী হলো পাঞ্জাব ও কলকাতার ভক্ত-সমর্থকরা। মাত্র ১১১ রান করেও কলকাতা নাইট রাইডার্সকে ১৬ রানে হারালো পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে সবচেয়ে কম রান করেও জেতার রেকর্ড গড়লো তারা। ২০০৯ সালে চেন্নাই সুপার কিংস ১১৬ রান ডিফেন্ড করে পাঞ্জাবের বিপক্ষে জিতে এই রেকর্ড ধরে রেখেছিল।

১১২ রানের লক্ষ্যে নেমে গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা একশ রানও করতে পারেনি। যুজবেন্দ্র চাহালের স্পিন আর মার্কো ইয়ানসেনের পেসের সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের মিতব্যয়ী বোলিংয়ে তাদেরকে ৯৫ রানে অলআউট করেছে পাঞ্জাব।

পাঞ্জাব টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ঝড়ের গতিতে শুরু করে। ৩.২ ওভারে ৩৯ রান তুলে ভাঙে জুটি। হার্ষিত রানা একই ওভারে প্রিয়ানশ আরিয়া (২২) ও শ্রেয়াস আইয়ারকে (০) ফেরান। প্লে অফের শেষ ওভারেও তার শিকার ওপেনার প্রভসিমরান সিং (৩০)। ১৫ বলে ২ চার ও ৩ ছয়ে সাজানো ছিল তার এই সর্বোচ্চ ইনিংস। মাঝে জস ইংলিশকে (২) থামান বরুণ চক্রবর্তী।

পাওয়ার প্লেতে ৫৪ রানে চার উইকেট পড়ে পাঞ্জাবের। তারপর কেবল নেহাল ওয়াধেরা (১০), শশাঙ্ক সিং (১৮) ও জাভিয়ের বার্টলেট (১১) দুই অঙ্কের ঘরে পৌঁছান।

১৫.৩ ওভারে ১১১ রানে পাঞ্জাবকে গুটিয়ে দিতে বরুণ ও সুনীল নারিন দুটি করে উইকেট নেন। হার্ষিত পান সর্বোচ্চ তিন উইকেট।

লক্ষ্যে নেমে প্রথম আট বলে নারিন (৫) ও কুইন্টন ডি কক (২) মাত্র ৭ রানে বিদায় নেন। তারপর আজিঙ্কা রাহানে ও আংক্রিশ রাঘুবংশীর ৫৫ রানের জুটিতে সহজ জয়ের হাতছানি ছিল কলকাতার সামনে।

রাহানে ১৭ রান করে চাহালের শিকার হন। এই ধাক্কায় ৩৩ রানে শেষ ৮ উইকেট হারায় কলকাতা। কলকাতা অধিনায়ককে ফিরিয়ে চাহাল তার পরের দুই ওভারে আরও তিন উইকেট তুলে কলকাতাকে খাদের কিনারে ঠেলে দেন।

৭৯ রানে ৮ উইকেট পড়ার পর বৈভব অরোরা ও আন্দ্রে রাসেলের ব্যাটে লড়াই করে যাচ্ছিল কলকাতা। আর্শদীপ সিং ভেঙে দেন ১৬ রানের জুটি। মার্কো ইয়ানসেন ১৬তম ওভারের প্রথম বলে রাসেলের (১৭) যৌথ দ্বিতীয় সর্বোচ্চ রান থামিয়ে দুর্দান্ত জয় এনে দেন।

১৫.১ ওভারে কলকাতাকে গুটিয়ে দিতে চাহাল ৪ উইকেট নেন। চার ওভারে ২৮ রান দেন তিনি। আইপিএলে নারিনের সঙ্গে যৌথভাবে রেকর্ড আটবার চার উইকেট পেলেন চাহাল। তিনটি উইকেট নিয়েছেন ইয়ানসেন। ম্যাক্সওয়েল ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে পান এক উইকেট।

৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঞ্জাব টেবিলের চার নম্বরে। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট পেয়ে ষষ্ঠ দল কলকাতা।

/এফএইচএম/
সম্পর্কিত
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
ভারত-পাকিস্তান সংঘাতে ‘এক সপ্তাহ’ স্থগিত আইপিএল
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের ভবিষ্যৎ কী?
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের