X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার পক্ষে সৌরভ

  স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ১৪:০৫আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৪:০৭

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মাঝে ফের উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মনে করেন, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এটা কোনও রসিকতা নয় যে প্রতি বছর এমন ঘটনা ঘটে চলবে। সন্ত্রাসবাদ সহ্য করা যাবে না।’

পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা জোর দিয়েই বলেছেন, এই ঘটনায় ভারত পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান। ভারত অবশ্য এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান সফর করেনি। 

রাজনৈতিক টানাপোড়েনে আগে থেকেই দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ভালো নয়। ২০০৮ সালের পর পাকিস্তান সফর করেনি ভারত। তাছাড়া দুই দেশ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে সর্বশেষ ২০১২-১৩ সালে। এমনিতে দুই দেশ এখন শুধু বৈশ্বিক ইভেন্টেই মুখোমুখি হয়ে থাকে। যেমন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ কিংবা এশিয়া কাপে। 

সর্বশেষ পাকিস্তান আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে দুবাইয়ে নিজেদের সবগুলো ম্যাচ খেলেছে ভারত। তাছাড়া আইসিসি চেয়ারম্যান জয় শাহ সিদ্ধান্ত নিয়েছেন, ভারত, পাকিস্তান যেখানেই টুর্নামেন্ট হোক ২০২৪-২৭ চক্রে আইসিসির সব ইভেন্টে এখন থেকে এই মডেল অনুসরণ করা হবে।    

/এফআইআর/   
সম্পর্কিত
জিম্বাবুয়ের বিপক্ষে ফিট হয়ে ফিরছেন স্টোকস
পহেলগামে হামলাকাশ্মীর নিয়ে পাকিস্তানি সেনাপ্রধানের পুরনো বক্তব্যে ভারতে ক্ষোভ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কোয়েটায় হিন্দুদের বিক্ষোভ 
সর্বশেষ খবর
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন