X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

নারিনের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে হারালো কলকাতা

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ২৩:৫৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০০:০৯

দিল্লিতে চার ম্যাচে তৃতীয় হার দেখলো দিল্লি ক্যাপিটালস। আইপিএলে টানা দ্বিতীয় হারে প্লে অফের টিকিট পাওয়ার দৌড়ে অশনি সংকেত পেলো তারা। আর কলকাতা নাইট রাইডার্স তিন ম্যাচ পর জিতে সেরা চারের আশা বাঁচিয়ে রাখলো। মঙ্গলবার ফিরোজ শাহ কোটলায় ১৪ রানে জিতে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ জয়ের নায়ক সুনীল নারিন। 

আগে ব্যাটিংয়ে নেমে কলকাতা ৯ উইকেটে ২০৪ রান করে। দিল্লি লক্ষ্যে নেমে ফাফ ডু প্লেসির ব্যাটে জয়ের আশা জাগিয়েছিল। কিন্তু নারিন টানা দুই ওভারে তিন উইকেট নিয়ে কলকাতাকে ম্যাচে ফেরান। ২০ ওভারে কলকাতা ৯ উইকেটে ১৯০ রানে থামে। ১০ ম্যাচে চতুর্থ হারে ১২ পয়েন্ট নিয়ে আগের মতো চারেই আছে দিল্লি। কিন্তু তাদের অবস্থান নড়বড়ে হয়ে গেছে। কলকাতারও টেবিলে উন্নতি হয়নি। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।

প্রথম তিন ওভারে রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নারিন ১৮ বলে ৪৮ রানের ঝড়ো জুটি গড়েন। দ্বিতীয় ওভারে দুষ্মন্ত চামিরার ৬ বলে ২৫ রান তোলেন তারা।

গুরবাজ ১২ বলে ২৬ রানের সবই করেছেন বাউন্ডারি থেকে, ৫ চার ও ১ ছয় মারেন তিনি। ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ৭৯ রান তোলে কলকাতা। নারিন ১৬ বলে দুটি করে চার-ছয়ে ২৭ রানে থামেন। 

এরপর আজিঙ্কা রাহানে ১৪ বলে ২৬ রান করে আউট হন। আংক্রিশ রাঘুবংশী ও রিংকু সিংয়ের ৪৬ বলের ৬১ রানের জুটিতে কলকাতা রানের গতি ধরে রাখেন।

আংক্রিশ ৩২ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন। রিংকুর ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান। 

শেষ দিকে আন্দ্রে রাসেল ও রভম্যান পাওয়েলের ১২ বলে ২৬ রানের জুটিতে দুইশ পার করে কলকাতা। শেষ ওভারে মিচেল স্টার্ক টানা দুটি উইকেট তুলে নেন। হ্যাটট্রিক বলে রাসেল রান আউট হন।

স্টার্ক চার ওভারে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান দিয়ে তিন উইকেট নেন। ভিপরাজ নিগাম ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট পান।

লক্ষ্যে নেমে দিল্লির শুরুটা ভালো হয়নি। ৬০ ওভারে তিন উইকেট হারায় তারা। ফাফ ডু প্লেসি ও অক্ষর ৪২ বলে ৭৬ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দিয়েছিলেন। কিন্তু ২০৫ রান করা তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

অক্ষর ২৩ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৪৩ রানে আউট হন। নারিন তাকে ফেরানোর চার বল পর ট্রিস্টান স্টাবসকে থামান। 

৩১ বলে ফিফটি করা ডু প্লেসি একাই লড়ছিলেন। নারিন জোড়া আঘাতের পর আরেক ওভারে দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে ফেরালে দিল্লির হার যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ৪৫ বলে ৭ চার ও ২ ছয়ে ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন ডু প্লেসি। 

বরুণ চক্রবর্তী ১৮তম ওভারে জোড়া আঘাত করেন। ভিপরাজ ক্রিজে নেমে চার-ছক্কায় আলো ছড়ান। শেষ ওভারে ব্যবধান ২৫ রানে নামিয়ে আনেন তিনি। ইনিংসের এক বল বাকি থাকতে ১৯ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৮ রানে থামেন ভিপরাজ।

চার ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন নারিন।

/এফএইচএম/
সম্পর্কিত
রাজস্থানকে বিধ্বস্ত করে শীর্ষে মুম্বাই
হার্নিয়ার কারণে ঝুঁকির মুখে পড়া লেগস্পিনারের ক্যারিয়ার বদলে দিয়েছে বেঙ্গালুরু
ভিগনেশের চোটে কপাল খুললো মুম্বাইয়ের নেট বোলার রাঘুর
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট