সিলেটে সোমবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের সিরিজ। সফরে তিনটি ওয়ানডে ছাড়াও দুটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলের অধিনায়ক করা হয়েছে কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে। এই সিরিজটি কেবল জয়-পরাজয়ের জন্যই গুরুত্বপূর্ণ নয়। জাতীয় দলের জায়গা পূরণের মঞ্চ হয়ে উঠছে। শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচ দেখতে তাই জাতীয় দলের কোচ ফিল সিমন্সও আছেন সেখানে।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ ও ৭ মে প্রথম দুই ওয়ানডে খেলবে ‘এ’ দল। পাশের আউটার মাঠে ১০ মে খেলবে শেষ ম্যাচ। সিলেট ও ঢাকা মিলিয়ে এরপর আছে দুটি চারদিনের ম্যাচও। সোমবার থেকে শুরু এই সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
এই দলের দায়িত্বে আছেন কোচ মিজানুর রহমান বাবুল। রবিবার গণমাধ্যমের সামনে হাজির হয়ে তিনি জানালেন তাদের মূল ভাবনায় থাকবে জাতীয় দলের ঘাটতি পূরণ, ‘জাতীয় দলের যে গ্যাপগুলো আছে সেগুলো পূরণ করা আমাদের লক্ষ্য। পাশাপাশি ভালো ক্রিকেট খেলে তো জিততেই চাইবো। পাইপলাইন সমৃদ্ধ করাই আমাদের কাজ। কিছু খেলোয়াড় আমরা তৈরি রাখতে চাই জাতীয় দলের জন্য।’
জাতীয় দলের প্রধান কোচ সিমন্সের নির্দেশনা থেকে জাতীয় দলের ভিত মজবুত করতে কাজ করতে চান বাবুল, ‘উনি জাতীয় দলের প্রধান কোচ, তার অধীনেই আমরা যারা আছি তারা নির্দেশনা শুনবো। তার দলটাকে সমৃদ্ধ করার জন্য আমরা নিচ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার তা দেবো। সবগুলো একটা ছাতার নিচেই থাকা উচিত। উনি এসেছেন উনাদের চাওয়া অনুযায়ী কাজের সুযোগ করে দেবেন।’
বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।