হঠাৎ করেই মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। এই অবস্থায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশি দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, দুই ক্রিকেটারের নিরাপত্তা পর্যবেক্ষণ করছেন তারা।
বিসিবি জানিয়েছে, পিএসএলে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নিরাপত্তা ইস্যু নিয়ে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির এবং ক্রিকেটারদের সঙ্গে সরাসরি কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। রিশাদের সঙ্গে সরাসরি কথাও বলেছেন। বিসিবি বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। যাতে করে যে কোনও পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত হতে পারে।
বিবৃতির শেষে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পিসিবি এবং বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
আগামী ২৫ মে পাকিস্তানে যাবে বাংলাদেশ। সেখানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। বর্তমান পরিস্থিতিতে এই সিরিজ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, সবকিছুই নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা।
প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তানের মাঝে নতুন করে বৈরিতা ছড়িয়েছে। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। সিন্ধু চুক্তি বাতিল, ভারত-পাকিস্তানের আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধসহ দুই দেশে কূটনৈতিক নিয়োগও সীমিত করা হয়েছে।