X
শুক্রবার, ১৩ জুন ২০২৫
৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

তামিমের সঙ্গী হতে পেরে উচ্ছ্বসিত ইমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৫, ১২:২৭আপডেট : ১৮ মে ২০২৫, ১২:২৭

৯ বছর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালের করা সেঞ্চুরিটি ছিল এতোদিন পর্যন্ত এই ফরম্যাটে কোনও বাংলাদেশি ক্রিকেটারের একমাত্র সেঞ্চুরি। গত রাতে আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে তামিমের সঙ্গী হয়েছেন পারভেজ ইমন। দেশসেরা ওপেনারের পাশে বসতে পেরে তরুণ পারভেজ হোসেন ইমন ভীষণ উচ্ছ্বসিত।

শারজাতে গতরাতে ৫৪ বলে ১০০ রানের ইনিংস খেলেছেন ইমন। পরে বিসিবির ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ভালো লাগছে, সেঞ্চুরি হয়েছে আমার। ড্রেসিংরুমে আসার আমার মনে পড়েছে, তামিম ভাইয়ের ছিল প্রথম সেঞ্চুরি। আমারটা দ্বিতীয় হলো। সব মিলিয়ে ভালো লাগছে। তামিম ভাইকে ছোট থেকে অনুসরণ করতাম। উনার খেলা দেখতাম, ভালো লাগতো। উনার পরে নামটা আমার আসছে। ভালো লাগছে।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুই সেঞ্চুরির মধ্যে ইমনেরটা দ্রুততম। তামিম ৬০ বলে সেঞ্চুরি ছুঁলেও ইমন সাত বল কমে খেলেছেন। ইমন সেঞ্চুরি ছোঁয়ার পথে আরও একটি রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবোর্চ্চ ছক্কার রেকর্ড গড়েছেন এই ওপেনার। হাঁকিয়েছেন ৯টি ছক্কা। এর আগে লাল-সবুজের জার্সিতে সর্বোচ্চ ৭ ছক্কা ছিল রিশাদ হোসেনের। ৬ ছক্কা দুইবার মেরেছিলেন জাকের আলী। এছাড়া বাউন্ডারি থেকে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন ইমন, পেছনে ফেলেছেন তামিমের ৭০ রানকে।

ইমন জানালেন, তামিমের সেঞ্চুরিটা তার মাথায় ছিল, ‘তামিম ভাইয়ের একশ রান মনে আছে, ওমানের সঙ্গে করেছিলেন। উনার সব খেলা দেখি সবসময়। আমার মনে ছিল।’

এদিকে, ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে ইমন বলেছিলেন, ‘এটা অবশ্যই আমার জন্য বিশেষ (সেঞ্চুরি) । এটা আমার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সেঞ্চুরি। তাই এটা আমার জন্য বিশেষ। উইকেট মূল্যায়ন করে প্রক্রিয়ার সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমার পরিকল্পনা কাজে লেগেছে এবং পরবর্তীতে এগিয়ে গিয়েছি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা
শ্রীলঙ্কা সিরিজের আগে ক্রিকেটারদের উন্নতি দেখতে চান সিমন্স
বোর্ডে ক্রিকেট ছাড়া সব কিছুই হচ্ছে: তামিম
সর্বশেষ খবর
অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর
অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর
উড়োজাহাজের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন মোদি, সাক্ষাৎ করেছেন একমাত্র জীবিত আরোহীর সঙ্গে
উড়োজাহাজের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন মোদি, সাক্ষাৎ করেছেন একমাত্র জীবিত আরোহীর সঙ্গে
অ্যালেনের ৩৪ বলের সেঞ্চুরিতে রেকর্ড ওলটপালট
অ্যালেনের ৩৪ বলের সেঞ্চুরিতে রেকর্ড ওলটপালট
কমলাপুরে উপচে পড়া ভিড়, মাইকিং করেও মাস্ক পরানো যাচ্ছে না
ঈদের ফিরতি যাত্রার চতুর্থ দিনকমলাপুরে উপচে পড়া ভিড়, মাইকিং করেও মাস্ক পরানো যাচ্ছে না
সর্বাধিক পঠিত
অস্বাভাবিক অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী
অস্বাভাবিক অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
ভারতে প্লেন দুর্ঘটনা, সাবেক মুখ্যমন্ত্রীসহ ২০০ আরোহী নিহতের শঙ্কা
ভারতে প্লেন দুর্ঘটনা, সাবেক মুখ্যমন্ত্রীসহ ২০০ আরোহী নিহতের শঙ্কা
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি