২৩৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলো বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং নেমে প্রথম সেশনেই তারা ৩০৮ রান তুলে অলআউট হয়। জবাবে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৪৯ রান। ১৫৯ রান পিছিয়ে থেকে বৃহস্পতিবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে সফরকারীরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশে করা ৩০৮ রানের জবাবে প্রোটিয়ারা ব্যাটিং করতে নেমে ৬৭ রানের ওপেনিং জুটি গড়েন দুই ওপেনার মোহাম্মদ মানাক ও নান্দোইয়ানকোসি জুমা। এই জুটি ভাঙার পর স্কোরবোর্ডে কোনও রান না তুলেই প্রোটিয়ারা আরও দুই উইকেট হারায়। মানাকের (৩৫) পর নান্দোইয়ানকোসি (২৯) ও কনর এস্টারহুইজেন (০) ফেরেন। টানা তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে জর্জ ফন হিয়ারডেন ও অংগোমোদিতসে ৮২ রানের জুটি গড়েন। হিয়ারডেন ৪৬ ও অংগোমোদিতসে ৩২ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে রিপন মন্ডল ২৬ রানে শিকার করেন দুটি উইকেট। রাকিব নেন একটি উইকেট।
এর আগে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। আজ বুধবার দ্বিতীয় দিনে বাকি ৬ উইকেট নিয়ে আরও ৭৫ রান করতে পারে স্বাগতিকরা। শিবলির ১০৪ রানের ইনিংসের পর শাহাদাত হোসেন দিপু ৪৪, প্রীতম কুমার ৩১ এবং রিপন মন্ডল ২৬ রান করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে মাইকেল ফন ফুরেন, ইনোসেন্ট তুলি ও অস্টিন সাইমলেন একটি করে উইকেট নিয়েছেন।