রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লখনউ সুপার জায়ান্টসের শেষ ম্যাচে সেঞ্চুরি পেয়েও লাভ হয়নি ঋষভ পান্তের। হার হয়েছে সঙ্গী। তার ওপর চলতি আইপিএলে তৃতীয় স্লো ওভার রেটের অপরাধে লখনউ অধিনায়ককে জরিমানা করা হয়েছে।
আগের দুই ঘটনাটি ঘটেছিল ৫ ও ২৬ এপ্রিল। তাই ওভার রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্ট ভঙ্গের নিয়ম অনুযায়ী তাকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। দলের বাকিদের জরিমানা করা হয়েছে ১২ লাখ বা ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ।
তৃতীয় অপরাধ হওয়ায় পান্ত পরের মৌসুমে অবশ্য নিষিদ্ধ হবেন না। যেমনটা ছিল আগের মৌসুমের বেলায়। নতুন নিয়মটি চলতি মৌসুমের আগে সংশোধন করা হয়েছে। হার্দিক পান্ডিয়াকে অবশ্য গত মৌসুমের একই অপরাধের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি কাটাতে হয়েছে এই মৌসুম। যে কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি।
মঙ্গলবার পান্তের ৬১ বলে খেলা ১১৮ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে ৩ উইকেটে ২২৭ রানের সংগ্রহ পেয়েছিল লখনউ। কিন্তু বেঙ্গালুরু এই রান ৬ উইকেট ও ৮ বল বাকি থাকতেই তাড়া করেছে।
চলতি মৌসুম পান্তের জন্য হতাশার। ১৪ ম্যাচে ৬ জয় আর ১২ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। বেঙ্গালুরু অবশ্য ১৯ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে প্রথম কোয়ালিফায়ার।