X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা কিংসের চোখ এখন প্রিমিয়ার লিগে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৩২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫

স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা জয়ী বসুন্ধরা কিংস মৌসুমের দ্বিতীয় প্রতিযোগিতায় প্রথম ট্রফির দেখা পেয়েছে নবাগত বসুন্ধরা কিংস। বড় বাজেটের দল গড়ে স্বাধীনতা কাপ ফুটবল জিতে চমক তৈরি করেছে অস্কার ব্রুজনের দলটি। প্রথম শিরোপা জেতার পর বসুন্ধরা কিংসের দৃষ্টি এখন সামনের প্রিমিয়ার লিগ ফুটবলে।

স্বাধীনতা কাপ ফুটবলের সাফল্যের ধারাবাহিকতা তারা ধরে রাখতে চায় প্রিমিয়ার লিগের প্রথম মৌসুমে। শিরোপা জিতে দলটির কোচ ও খেলোয়াড়রা গেছেন ছুটিতে। আগামী ৭ জানুয়ারি থেকে আবারও অনুশীলন শুরু করবে তারা।

নতুন মিশন শুরুর আগে দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন স্বাধীনতা কাপ জিতে বেশ আত্মবিশ্বাসী। প্রিমিয়ার লিগে ভালো করার প্রত্যাশা তার কণ্ঠে, ‘স্বাধীনতা কাপে আমরা সাফল্য পেয়েছি। এটি ধরে রেখে প্রিমিয়ার লিগে ভালো করতে হবে। অবশ্যই আমরা শিরোপার জন্য খেলব, সেই শক্তি আমাদের আছে।’

বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ইমন মাহমুদ আবাহনীর জার্সিতে জিতেছেন বেশ কয়েকটি শিরোপা। এবার উৎসব করলেন নতুন দলের হয়ে। এই অনুভূতি তার কাছে অন্যরকম, ‘শিরোপা জেতার জন্য বসুন্ধরা কিংস সব রকমের চেষ্টা করেছে। সবার পরিশ্রমেই আমরা মাঠে ফল পেয়েছি। আশা করছি এই সাফল্য আমরা লিগেও পাবো। সবারই এখন একটাই লক্ষ্য, লিগ ট্রফি জয়।’

কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলেছেন দানিয়েল কোলিনদ্রেস। বাংলাদেশে এসে জিতলেন প্রথম শিরোপা। বসুন্ধরা কিংসের জার্সিতে শিরোপা জয়ে অবদান রাখা এই ফরোয়ার্ড বলেছেন, ‘দেশে (কোস্টারিকা) একাধিক ট্রফি জিতেছি, বিদেশে এসে আরও একটি জিতলাম। বাংলাদেশে এসে ট্রফি জেতার আনন্দ অন্যরকম। এখন চাইছি দল যেন লিগেও সাফল্য পায়।’ একই সঙ্গে জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা, ‘লিগে শুধু গোল করতে চাই না, দলকে আরও একটি শিরোপা জেতানোই মূল লক্ষ্য।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র