X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশ দলে খেলার অনুভূতিটাই তাদের কাছে অন্যরকম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ১৬:২৯আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৬:২৯

কিরগিজস্তানের বিপক্ষে ক্লিনশিট রেখে ম্যাচ জিতেছে বাংলাদেশ। ফলে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে জেমি ডের ছাত্ররা। আবার এই টুর্নামেন্ট পরখ করে নেওয়ার মঞ্চ হওয়ায় ইংলিশ কোচ পুরনোদের সঙ্গে খেলিয়েছেন নতুনদেরও। অভিষেক হয়েছে তিন ফুটবলারের। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলে স্বভাবতই অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেছে তাদের। 

অভিষেক হওয়াদের মধ্যে ছিলেন ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ। আগে একসময় বয়সভিত্তিক দলে খেললেও মূল দলে এবারই প্রথম মাঠে নামার অভিজ্ঞতা হলো তার। কাঠমান্ডুর মাঠে খেলতে পেরে কেমন লাগলো সোহাগের? সেই অনুভূতির কথাই শুনিয়েছেন বাংলা ট্রিবিউনকে। মোহামেডানের এই ডিফেন্ডার বলেছেন, ‘শুরুতে একটু জড়তা থাকলেও ধাতস্থ হতে সময় লেগেছে। তার ওপর কোচ বলে দিয়েছিলেন নিজের খেলাটা খেলতে। আসলে ক্লাব ও জাতীয় দলের খেলা তো এক নয়।’

তার পরেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে ভীষণ খুশি সোহাগ, ‘লাল-সবুজ জার্সি গায়ে খেলার অনুভূতি অন্যরকম। এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে খেলতে। কিরগিজরা ভালো দল।’

সমুদ্রপৃষ্ঠ থেকে কাঠমান্ডু শহরের উচ্চতা অনেক বেশি। তাই খেলতে গিয়ে দম নিতে অনেকের সমস্যা হয়ে থাকে। সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন হাবিবুর রহমান সোহাগও, ‘খেলার সময় গলা শুকিয়ে আসছিল। আমি এই সিজনে মনে হয় ম্যাচ চলাকালীন এতো পানি খাইনি। কাঠমান্ডুর মাঠে খেলাটা আসলেই একটু কঠিন । এছাড়া নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছিল।’

নেপালের বিপক্ষের আগামী ২৭ মার্চ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে নিজের লক্ষ্যের কথাও জানান তিনি, ‘এখন নেপালের বিপক্ষে আমাদের আরও ভালো খেলতে হবে। যাতে দল পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে। আর পরের ম্যাচে সুযোগ পেলে নিজেকে আরও প্রমাণের সুযোগ থাকবে।’

সোহাগের মতোই অভিষেক হয়েছে তরুণ ডিফেন্ডার রিমন হোসেনের। তবে কোনও জড়তা কিংবা অন্য কোন সমস্যার মুখোমুখি হতে হয়নি তাকে। রিমন বলেছেন, ‘কোনও জড়তা ছিল না। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। লেফট ও রাইট দুই পজিশনে খেলেছি। কোনও সমস্যা হয়নি। বসুন্ধরায় যেমন সাবলীলভাবে খেলেছি। সেভাবে জাতীয় দলে খেলার চেষ্টা করেছি। লাল-সবুজ দলের হয়ে খেলতে পেরে আমি খুশি।’

আগামীকাল নেপাল লড়বে কিরগিজস্তানের বিপক্ষে। সেই ম্যাচ ড্র হলে কিংবা স্বাগতিকরা জিততে পারলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
শুক্রবার সারা দেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন
শুক্রবার সারা দেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন
কেমিক্যাল রি-এজেন্ট উৎপাদন ও ব্যবহার: দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের সুপারিশ
কেমিক্যাল রি-এজেন্ট উৎপাদন ও ব্যবহার: দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের সুপারিশ
ফিলিস্তিনকে সহমর্মিতা জানাতে কর্মসূচি দিলো বাম জোট
ফিলিস্তিনকে সহমর্মিতা জানাতে কর্মসূচি দিলো বাম জোট
সর্বাধিক পঠিত
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা