X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ইউক্রেনের জার্সি নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ রাশিয়া

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২১, ১৪:৩৬আপডেট : ০৯ জুন ২০২১, ১৪:৪২

আর মাত্র কয়দিন পর শুরু হচ্ছে ইউরো। এর আগে রাজনীতি শুরু হয়ে গেলো খেলার মাঠের বাইরে। যার সূত্রপাত হয়েছে, ইউক্রেনের নতুন উন্মোচিত জার্সিতে।

ইউক্রেনের হলুদ জার্সিতে দেখা গেছে, সেখানে আঁকা মানচিত্রে ক্রিমিয়াকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখিয়েছে ইউক্রেন। বিষয়টা এখানেই থেমে থাকেনি। জার্সিতে লেখা রয়েছে ‘গ্লোরি টু ইউক্রেন’, ‘গ্লোরি টু হিরোজ’ যা আবার ইউক্রেন সেনাবাহিনীর স্লোগান!

এখানে বলে রাখা প্রয়োজন যে, ২০১৪ সালে ক্রিমিয়ার ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাশিয়া। এর পর থেকে তারা ক্রিমিয়াকে নিজেদের অংশ দাবি করে আসছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশির ভাগই ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে মনে করে। এছাড়া পূর্ব ইউক্রেনে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের গত সাত বছর ধরে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। সেখানে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে নিহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি!

এমন পরিস্থিতিতে রাশিয়া জার্সির বিষয়টিকে রাজনৈতিকভাবে উস্কানিমূলক মনে করছে। তাই তারা ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক উয়েফার কাছে বিষয়টি চিঠি দিয়ে অভিযোগ করেছে। রাশিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও এএফপিকে উয়েফা জানিয়েছে, তারা ইউক্রেনের জার্সিটি অনুমোদন দিয়েছেন।

অবশ্য বিষয়টি যে ইউক্রেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে সেটি বোঝা যায় ইউক্রেন ফুটবল ফেডারেশন প্রধান আন্দ্রি পাভেলকোর ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি বলেছেন, এটি আসলে অবিভক্ত মাতৃভূমির প্রতীক। যা সমগ্র ইউক্রেনের হয়ে দলটির খেলোয়াড়দের লড়াই করতে অনুপ্রাণিত করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও জার্সিটির প্রতি নিজের সমর্থন জানিয়েছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতালির হয়ে বিদায়ী ম্যাচ জিতলেও ব্যর্থতা মেনে নিয়েছেন স্পালেত্তি
মনেই হয়নি মাঠে আমার দল খেলছে: ইন্টার মিলান কোচ
মার্কিনিদের বক্তব্য সেন্সর করলে জুটবে ভিসা নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি