X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তুরস্ককে হারিয়ে ইউরোতে দারুণ শুরু ইতালির

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২১, ০৩:১৪আপডেট : ১২ জুন ২০২১, ০৩:১৪

প্রথমার্ধে তুরস্কের আঁটসাঁট রক্ষণের কারণে ইতালি লক্ষ্যভেদ করতে পারেনি। কিন্তু বিরতির পর তাদের আর রোখা যায়নি। একের পর এক আক্রমণ অব্যাহত রেখে জয় পেয়েছে আজ্জুরিরা। তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে ইতালির শুরুটা হলো দুর্দান্ত।

ইউরো চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল গত বছরই। কিন্তু করোনাভাইরাসের কারণে তা হতে পারেনি। এবার করোনা সামলে ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতা মাঠে গড়ালো। নেচে-গেয়ে-আতশবাশি পুড়িয়ে হলো এর উদ্বোধন। আর উদ্বোধনী ম্যাচে তো ‘এ’ গ্রুপে ইতালি নিজেদের মুন্সিয়ানা দেখালো। একচেটিয়া খেলে ম্যাচ জিতে নিয়েছে।

ইতালির খেলোয়াড়দের উল্লাস

১৯৬৮ সালের ইউরোতে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। ২০০০ ও ২০১২ সালে হতে হয়েছে রানার্সআপ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতালির অবস্থান ৭-এ। তুরস্ক ২৯ তম। র‌্যাংঙ্কিংয়ের মতো মাঠের পারফরম্যান্সেও ইতালি অনেক এগিয়ে। যদিও প্রথমার্ধে রবার্তোর মানচিনির দলকে গোল করতে দেয়নি তুরস্ক। গোল পোস্ট অক্ষত রেখেছে।

রোমের স্তাদিও অলিম্পিকোয় শুক্রবার রাতে বল দখলে রেখে ১৭ মিনিটে ইতালি প্রথম আক্রমণে যায়। ইনসিনিয়ের জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।২১ মিনিটে ইতালির পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। পরের মিনিটে কর্নার থেকে কিয়েলিনির হেড গোলকিপার লাফিয়ে উঠে কোনোমতে রক্ষা করেন। ৩৩ মিনিটে সতীর্থের ক্রস থেকে ইমোবিলের শট দূরের পোস্ট দিয়ে যায়।

গোলশুন্য স্কোরলাইন রেখে বিরতির পর ইতালির ভাগ্য সুপ্রসন্ন। ৫৩ মিনিটে প্রথম গোল আসে। বেরার্দির ক্রসটি তুরস্কের মেরি ডেমিরাল ক্লিয়ার করতে গিয়ে জালে জড়িয়ে দেন!

৫৭ মিনিটে ব্যবধান বাড়তে পারতো। লোকাতেল্লির বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার ঝাপিয়ে পড়ে রক্ষা করেন। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। স্পাইনোজোলার শট গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি বলে ইমোবিলে লক্ষ্যভেদ করতে ভুল করেননি।

৭৯ মিনিটে ৩-০। ইনসিনিয়ে ফাঁকায় থেকে বক্সের ভিতরে সহজেই লক্ষ্যভেদ করেছেন। এই নিয়ে রবার্তোর মানিচিনির দল টানা ২৮টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকলো।

/টিএ/এলকে/
সম্পর্কিত
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ