X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

তুরস্ককে হারিয়ে ইউরোতে দারুণ শুরু ইতালির

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২১, ০৩:১৪আপডেট : ১২ জুন ২০২১, ০৩:১৪

প্রথমার্ধে তুরস্কের আঁটসাঁট রক্ষণের কারণে ইতালি লক্ষ্যভেদ করতে পারেনি। কিন্তু বিরতির পর তাদের আর রোখা যায়নি। একের পর এক আক্রমণ অব্যাহত রেখে জয় পেয়েছে আজ্জুরিরা। তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে ইতালির শুরুটা হলো দুর্দান্ত।

ইউরো চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল গত বছরই। কিন্তু করোনাভাইরাসের কারণে তা হতে পারেনি। এবার করোনা সামলে ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতা মাঠে গড়ালো। নেচে-গেয়ে-আতশবাশি পুড়িয়ে হলো এর উদ্বোধন। আর উদ্বোধনী ম্যাচে তো ‘এ’ গ্রুপে ইতালি নিজেদের মুন্সিয়ানা দেখালো। একচেটিয়া খেলে ম্যাচ জিতে নিয়েছে।

ইতালির খেলোয়াড়দের উল্লাস

১৯৬৮ সালের ইউরোতে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। ২০০০ ও ২০১২ সালে হতে হয়েছে রানার্সআপ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতালির অবস্থান ৭-এ। তুরস্ক ২৯ তম। র‌্যাংঙ্কিংয়ের মতো মাঠের পারফরম্যান্সেও ইতালি অনেক এগিয়ে। যদিও প্রথমার্ধে রবার্তোর মানচিনির দলকে গোল করতে দেয়নি তুরস্ক। গোল পোস্ট অক্ষত রেখেছে।

রোমের স্তাদিও অলিম্পিকোয় শুক্রবার রাতে বল দখলে রেখে ১৭ মিনিটে ইতালি প্রথম আক্রমণে যায়। ইনসিনিয়ের জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।২১ মিনিটে ইতালির পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। পরের মিনিটে কর্নার থেকে কিয়েলিনির হেড গোলকিপার লাফিয়ে উঠে কোনোমতে রক্ষা করেন। ৩৩ মিনিটে সতীর্থের ক্রস থেকে ইমোবিলের শট দূরের পোস্ট দিয়ে যায়।

গোলশুন্য স্কোরলাইন রেখে বিরতির পর ইতালির ভাগ্য সুপ্রসন্ন। ৫৩ মিনিটে প্রথম গোল আসে। বেরার্দির ক্রসটি তুরস্কের মেরি ডেমিরাল ক্লিয়ার করতে গিয়ে জালে জড়িয়ে দেন!

৫৭ মিনিটে ব্যবধান বাড়তে পারতো। লোকাতেল্লির বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার ঝাপিয়ে পড়ে রক্ষা করেন। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। স্পাইনোজোলার শট গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি বলে ইমোবিলে লক্ষ্যভেদ করতে ভুল করেননি।

৭৯ মিনিটে ৩-০। ইনসিনিয়ে ফাঁকায় থেকে বক্সের ভিতরে সহজেই লক্ষ্যভেদ করেছেন। এই নিয়ে রবার্তোর মানিচিনির দল টানা ২৮টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকলো।

/টিএ/এলকে/
সম্পর্কিত
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে লন্ডন
সর্বশেষ খবর
ইউল্যাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
ইউল্যাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট