X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আর্জেন্টিনা কোচ বললেন, প্যারাগুয়ে অস্বস্তিকর ও কঠিন প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২১, ১৫:৪০আপডেট : ২১ জুন ২০২১, ১৫:৪০

কোপা আমেরিকায় পরের রাউন্ড নিশ্চিত করতে প্যারাগুয়ের বিপক্ষে জয় পেতে মুখিয়ে আর্জেন্টিনা। তবে কোচ লিওনেল স্ক্যালোনি খুব সতর্ক দলটি নিয়ে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শিষ্যদের সেই কথা স্মরণ করিয়েছেন তিনি।

মঙ্গলবার ভোর ৬টায় প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচটি হবে মানে গারিঞ্চা স্টেডিয়ামে। ম্যাচটি দেখাবে সনি সিক্স, সনি টেন-২।

প্রতিপক্ষ নিয়ে স্ক্যালোনির সতর্ক থাকার কারণ দল দুটির সর্বশেষ লড়াই। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে মুখোমুখি হয়েছিল। শুরুতে গোল হজম করে স্ক্যালোনির দল সমতায় ফিরতে পেরেছে নিকোলাস গঞ্জালেসের গোলে। তাই দলটি নিয়ে স্ক্যালোনির মূল্যায়ন, ‘প্যারাগুয়ে খুবই অস্বস্তিকর ও কঠিন প্রতিপক্ষ। যারা ভালো করেই জানে খেলাটা কীভাবে খেলতে হয়। ওদের কোচও দুর্দান্ত।’

সর্বশেষ লড়াইয়ের ফল যাই হোক কোপার ইতিহাসে একক আধিপত্য শুধুই আর্জেন্টিনার। ২২ ম্যাচে প্যারাগুয়ে একবারও তাদের হারাতে পারেনি।

ম্যাচটাকে ঘিরে বেশ কিছু পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনা দলে। স্ক্যালোনি চোটের কারণে মিডফিল্ডার জিওভানি লো সেলসো ও উইঙ্গার নিকোলাস গঞ্জালেসকে পাচ্ছেন না। তাদের জায়গায় সম্ভাব্য বদলি প্যালাসিওস ও আনহেল দি মারিয়া। পাশাপাশি শোনা যাচ্ছিল লাওতারো মার্তিনেজের জায়গায় আসতে পারেন সের্হিয়ো আগুয়েরো। কিন্তু স্ক্যালোনি খোলাসা করেননি কিছুই, ‘আগুয়েরো দিনকে দিন ভালো অবস্থায় যাচ্ছে। তার অবদান আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমি যতদিন কোচ হিসেবে আছি লাউতারো আমাদের ভিত্তির একটা অংশ হয়ে থাকবে। আমি ওকে নিয়ে খুব সন্তুষ্ট। ও ভালো করেই জানে আমি আসলে কী চাই।’

এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে ‘এ’ গ্রুপে আর্জেন্টিনা ও চিলির দুটি দলেরই সমান ৪ পয়েন্ট। একমাত্র ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় স্থানে থাকা প্যারাগুয়ের সংগ্রহ ৩ পয়েন্ট। উরুগুয়ে ও বলিভিয়ার সংগ্রহ শূন্য। নকআউটে যাবে দুটি গ্রুপের (‘এ’ ও ‘বি’) সেরা চারটি দল।  

/এফআইআর/       
সম্পর্কিত
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি হারালেন আর্জেন্টিনার ক্রীড়া কর্মকর্তা
সর্বশেষ খবর
তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা
তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা
আশুরা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
আশুরা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল