X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মেসিকে জড়িয়ে ধরে কী বলেছিলেন, জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২১, ১৪:১৮আপডেট : ১২ জুলাই ২০২১, ১৪:১৮

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের আগে নেইমার জানান, লিওনেল মেসির সঙ্গে ‘বন্ধুত্ব’ আপতত থাকছে না তার। মাঠের ফুটবলে এতটুকু ছাড় দেবেন না। ব্রাজিলিয়ান তারকা নিজের সর্বোচ্চটা দিয়ে লড়েছেন মারাকানার ফাইনালে। কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না। তাই ঘরের মাঠে শিরোপা হারানোর যন্ত্রণায় পুড়তে হয়। কান্নায় ভেঙে পড়েন। তবে সব ভুলে আবার ‘প্রিয়’ বন্ধুকে জড়িয়ে ধরে অভিনন্দনও জানান। মাঠের মাঝখানে মেসিকে জড়িয়ে ধরে ঠিক কী বলেছিলেন ওই সময়?

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে নেইমার সেই মুহূর্তটা প্রকাশ করেছেন সবার কাছে। নিজের দলের হারে যন্ত্রণা থাকলেও মেসির হাতে শিরোপা দেখে তিনি খুশিই হয়েছেন। প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডের কাছে বরাবরের ‘বিশ্বসেরা’ মেসির সাফল্য ছুঁয়ে গেছে। ইনস্টগ্রামে সাবেক সতীর্থকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি আবেগী পোস্টে।

নেইমার লিখেছেন, “হার আমাকে কষ্ট দেয়। এটা (হারের কষ্ট) নিয়ে কীভাবে চলতে হয়, আমি এখনও শিখতে পারিনি। গতকাল (রবিবার) হারের পর আমি জড়িয়ে ধরি সবচেয়ে সেরা ও ফুটবল ইতিহাসে আমার দেখা সেরা, আমার বন্ধু, আমার ভাই মেসিকে। আমি কষ্ট পেয়েছি এবং (জড়িয়ে ধরে) ওকে বলি, ‘তুমি আমাকে হারিয়ে দিলে’।”

ব্রাজিল-আর্জেন্টিনার মহারণে আলাদা উত্তাপ থাকলেও মেসির শিরোপা জয়ের বরং খুশিই নেইমার। মেসির হাতে প্রথম আন্তর্জাতিক ট্রফি দেখাটা উপভোগ করেছেন সাবেক বার্সেলোনা তারকা, ‘হেরে যাওয়ায় আমি কষ্ট পেয়েছি, তবে এই মানুষটা অসাধারণ! ফুটবল ও বিশেষ করে আমার জন্য সে যা করছে, এজন্য আমি তাকে অনেক সম্মান করি। আমি হারতে পছন্দ করি না। তবে তোমার শিরোপা উপভোগ করছি।’

পোস্টের পরের অংশে নেইমার লিখেছেন, ‘ফুটবল এই মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল। অভিনন্দন আমার ভাই।’

/কেআর/
সম্পর্কিত
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি হারালেন আর্জেন্টিনার ক্রীড়া কর্মকর্তা
সর্বশেষ খবর
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি