X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আর্জেন্টিনায় প্রথম শিরোপা, ম্যারাডোনাকে ভোলেন কী করে মেসি

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২১, ২০:৫১আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:৫১

স্বপ্ন দেখতেন একদিন ঠিকই শিরোপা উৎসব করবে আর্জেন্টিনা। আর সেই উপলক্ষ আসবে লিওনেল মেসির হাত ধরে। ঠিকই এলো, কিন্তু উৎসবে থাকা হলো না তার। পৃথিবীর মায়া কাটিয়ে অন্যপারে পাড়ি জমিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। যে মানুষটি ফুটবল দিয়ে আর্জেন্টাইনদের মুখে হাসি ফুটিয়েছিলেন, ২৮ বছর পর সাফল্য ফেরা দিনটিতে তাকে কী ভুলে যান মেসি! কোপা আমেরিকা শিরোপা উৎসর্গের তালিকায় পৃথিবী ছেড়ে যাওয়া এই কিংবদন্তিকেও রেখেছেন তিনি।

রবিবার ভোরে ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা জেতার পর বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে লিখেছিলেন, ‘আজ ম্যারাডোনা বেঁচে থাকলে, ওর মতো কেউ খুশি হতো না’। সত্যি তাই। মাঠে কিংবা মাঠের বাইরে তার যে ফুটবল উন্মাদনা, যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। কিন্তু লম্বা সময় পর তার দেশ আর্জেন্টিনায় ফুটবল উৎসব হলেও তিনি নেই। গত বছরের নভেম্বরে মারা গেছেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক।

তবে তাকে ঠিকই স্মরণ করেছেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোপা উৎসর্গ করার সময় ম্যারাডোনার নামটা বলতে ভুল হয়নি তার। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি এই সাফল্য উৎসর্গ করতে চাই আমার পরিবার, যারা সবসময় আমাকে সামনে এগিয়ে চলার সাহস জুগিয়েছে; আমার বন্ধু, যাদের আমি ভীষণ ভালোবাসি; সেই সব মানুষকে, যাদের আমাদের ওপর বিশ্বাস ছিল, এবং সর্বোপরি ৪৫ মিলিয়ন আর্জেন্টাইনকে, যারা প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে সংগ্রাম করছে।’

এরপরই যোগ করেছেন ম্যারাডোনার নাম, ‘এটা সবার জন্য, এবং অবশ্যই ডিয়েগোর জন্যও, উনি যেখানেই থাকুন না কেন, আমি নিশ্চিত আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি।’

দীর্ঘদিন পর দেশে শিরোপা ফিরলেও করোনার ভয়াবহতা যেন কেউ ‍ভুলে না যায়, মেসি সেটিও মনে করিয়ে দিয়েছেন পোস্টের পরের অংশে, ‘উৎসব চলবে, তবে আমরা যেন আমাদের ব্যাপারে সতর্ক থাকি। আমরা যেন ভুলে না যাই, স্বাভাবিক অবস্থায় ফিরতে আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে।’

/কেআর/
সম্পর্কিত
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি হারালেন আর্জেন্টিনার ক্রীড়া কর্মকর্তা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল