X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বেনজেমার ইতিহাস, আসেনসিওর হ্যাটট্রিক, উড়ন্ত রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০

সের্হিয়ো রামোস চলে গেছেন, রাফায়েল ভারানও নেই। রক্ষণের দুর্বলতার সঙ্গে ফরোয়ার্ডের সমস্যা তো ছিলই। সব মিলিয়ে এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষা করছিল কঠিন পরীক্ষা। কিন্তু মাদ্রিদের ক্লাবটি যেন এখন আরও বেশি ভয়ঙ্কর। বুধবার রাতে লা লিগার ম্যাচে মার্কো আসেনসিওর হ্যাটট্রিক ও করিম বেনজেমার জোড়া লক্ষ্যভেদে মায়োর্কাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে তারা।

যেখানে নতুন ইতিহাস লিখেছেন বেনজেমা। ক্রিস্তিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পর থেকে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ফরাসি ফরোয়ার্ড। গত মৌসুমটাও দারুণ কেটেছিল তার। তবে এবার যেন আগের সবকিছুকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। বেনজেমার অসাধারণ পারফরম্যান্সেই উৎসবে রঙিন হচ্ছে রিয়াল। নিজে গোল করছেন, আবার সতীর্থদের দিয়ে করাচ্ছেন। সব মিলিয়ে লিগের ৬ ম্যাচে ১৫ গোলে অবদান রেখেছেন তিনি।

ছয় ম্যাচে ১৫ গোল (নিজে করেছেন ৮ গোল ও সতীর্থদের দিয়ে ৭ গোল) করার ইতিহাস এই শতাব্দীতে আর কারও নেই। শুধু তা-ই নয়, মায়োর্কার বিপক্ষে রিয়ালের জার্সিতে ২০০ লিগ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি তারকা। ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে গোল উৎসব করার পথে ৩ ও ৭৮ মিনিটে দুইবার জাল খুঁজে নেন বেনজেমা।

তবে গোল সংখ্যায় তাকেও ছাড়িয়ে গেছেন আসেনসিও। এই উইঙ্গার পেয়েছেন হ্যাটট্রিক। ২৪ মিনিটে প্রথমবার লক্ষ্যভেদের পাঁচ মিনিট পর আবারও জাল খুঁজে পান তিনি। এরপর ৫৫ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। আর ৮৪ মিনিটে মায়োর্কার কফিনে শেষ পেরেকটি মারেন ইসকো। রিয়ালের গোল উৎসবের ফাঁকে ২৫ মিনিটে একটি গোল শোধ দিয়েছিল সফরকারীরা।

বড় ব্যবধানের জয়ে নগরপ্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদকে টপকে শীর্ষে উঠেছে রিয়াল। ৬ ম্যাচের কোনোটিতে না হেরে ১৬ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচে আতলেতিকোও হারেনি, তাদের পয়েন্ট ১৪। আর ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বার্সেলোনা।

/কেআর/
সম্পর্কিত
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
নকআউটে রিয়াল মাদ্রিদ
সর্বশেষ খবর
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল