X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বার্সেলোনার জন্য আরও দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৫

আর্থিক ঝামেলা, লিওনেল মেসির চলে যাওয়া এবং মাঠের ভেতরে কঠিন সময়— ভালো নেই বার্সেলোনা। এই অবস্থায় কোচ ছাঁটাইয়ের গুঞ্জন উড়ছে। কোচ রোনাল্ড কোম্যানের ভবিষ্যৎ যাইহোক, সামনের দুই লিগ ম্যাচে অন্তত বার্সেলোনার ডাগ আউটে দাঁড়াতে পারছেন না তিনি।

কাদিজ ম্যাচে লাল কার্ড দেখায় পরের দুই লা লিগা ম্যাচে নিষিদ্ধ হয়েছেন কোম্যান। খারাপ খবর আরও আছে। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের দ্বিতীয় হলুদ কার্ড ও সের্হিয়ো বুশকেটসের হলুদ কার্ডের বিরুদ্ধে করা বার্সেলোনার আপিল প্রত্যাখ্যান করেছে লা লিগার ডিসিপ্লিনারি কমিটি।

কাদিজ ম্যাচে লাল কার্ড দেখেছিলেন কোম্যান। ম্যাচ অফিসিয়ালের সঙ্গে খারাপ আচরণের শাস্তি হিসেবে লা লিগা ডিসিপ্লিনারি কমিটি তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। যার ফলে ডাচ কোচ ডাগ আউটে দাঁড়াতে পারবেন না লেভান্তে ও আতলেতিকো মাদ্রিদ ম্যাচে। এমনিতেই সময় ভালো যাচ্ছে না বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হারের পর লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে। এর মধ্যে কোম্যানের নিষেধাজ্ঞা।

লা লিগার পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে এখনই পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টে। সবশেষ দুই ম্যাচে পেয়েছে ২ পয়েন্ট। যার মধ্যে কাদিজের মাঠে গোলশূন্য হওয়া ম্যাচে ডাগ আউট ছাড়তে হয় কোম্যানকে। সোজা কথায় কোনও ভালো খবর নেই কাতালানদের।

কাদিজ ম্যাচেই দুই হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডি ইয়ং। বার্সেলোনা তার দ্বিতীয় হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করেছিল। কিন্তু লা লিগা কমিটি তাদের আপিল খারিজ করে দিয়েছে। ফলে ডাচ মিডফিল্ডারকে কোম্যানের সঙ্গে বসে থাকতে হবে গ্যালারিতে। অন্যদিকে অধিনায়ক বুশকেটসের হলুদ কার্ডের বিরুদ্ধেও আপিল করেছিল। সেটাও কাজে আসেনি।

/কেআর/
সম্পর্কিত
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
এটা লজ্জাজনক লা লিগার গোললাইন প্রযুক্তি নেই: জাভি 
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা