X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপে ফিরলো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২১, ০৪:১৭আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০৪:১৭

ড্র হলেই যথেষ্ট ছিল। তবে জয় দিয়েই কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে নরওয়েকে ২-০ গোলে হারিয়ে এক আসর পর আবারও বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডাচরা। ২০১৮ সালের বিশ্বকাপে সুযোগ হয়নি তাদের। রাশিয়ার প্রতিযোগিতার বাছাইয়ে প্লে অফ খেলারও সুযোগ হয়নি নেদারল্যান্ডসের। তবে এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ২০২২ সালের বিশ্বকাপে পৌঁছে গেছে লুই ফন হালের দল।

‘জি’ গ্রুপের ১০ ম্যাচ শেষে সাত জয়ের বিপরীতে মাত্র এক হারে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে সরাসরি কাতারের টিকিট কেটেছে নেদারল্যান্ডস। তাদের কাছে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে নরওয়ের। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দলটি। এই গ্রুপ থেকে প্লে অফ খেলবে সমান ম্যাচে ২১ পয়েন্ট পাওয়া তুরস্ক। মন্টেনেগ্র্রোর মাঠ থেকে ২-১ গোলে জিতে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে টারকিশরা।

ঘরের মাঠ ফেইনুর্দ স্টেডিয়ামে শেষ দিকের ২ গোলে জয় পেয়েছে নেদারল্যান্ডস। বাছাই পর্বে ডাচদের যে পারফরম্যান্স, সেটি দেখা যায়নি এই ম্যাচে। নরওয়ের তাদের আটকে রেখেছিল ৮৩ মিনিট পর্যন্ত। তবে ঘুরে দাঁড়িয়ে ডাচরা ঠিকই গোল আদায় করে নেয়। ৮৪ মিনিটে স্টিভেন বার্গউইনের লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মেমফিস ডিপাই জাল খুঁজে পেলে ৩ পয়েন্ট নিশ্চিত হয় ডাচদের। এরই সঙ্গে কাতার বিশ্বকাপের টিকিটও কাটা হয়ে যায় তাদের।

২০১৮ বিশ্বকাপে খেলা হয়নি নেদারল্যান্ডসের। ফুটবল মহাযজ্ঞে তাদের না থাকাটা ছিল বড় অঘটন। সেবারের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় হয়েছিল ডাচরা। যে কারণে প্লে অফের ভাগ্যও খোলা ছিল না। ওই গ্রুপ থেকে সরাসরি রাশিয়া বিশ্বকাপে গিয়েছিল ফ্রান্স। যারা চ্যাম্পিয়নও হয়। দ্বিতীয় দল হিসেবে প্লে অফ খেলে বিশ্বকাপ গিয়েছিল সুইডেন।

এবার আর ভুল করেনি ডাচরা। বাছাইয়ের দুর্দান্ত পারফরম্যান্সে সরাসরিই ২০২২ বিশ্বকাপে পৌঁছে গেছে তারা।

/কেআর/
সম্পর্কিত
যে কারণে বেলিংহ্যামকে নিয়ে ভয়ে ছিল ইংল্যান্ড
টুখেল যুগে ইংল্যান্ডের প্রথম জয়, অভিষেকে গোল করে লুইস-স্কেলির ইতিহাস
কাতার বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইতালির
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৫)
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?