X
সোমবার, ০৫ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

বেনজেমা-এমবাপ্পের গোলে ফিনল্যান্ডের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২১, ০৫:০৯আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০৫:১১

বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়েছে ফ্রান্সের। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আরেকটু ভালোভাবে দেখে নেওয়ার সুযোগ ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে স্বাগতিক ফিনল্যান্ডের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না। যদিও নিজেদের মাঠে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুড়তে হয়েছে ফিনিশদের। করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পের গোলে বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেছে ফিনল্যান্ডের।

মঙ্গলবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ফিনিশদের ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। তাদের বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়ে ছিল। তবে শেষ ম্যাচে ফরাসিদের কাছে হেরে যাওয়ায় প্লে খেলার সুযোগও শেষ হয়ে গেছে ফিনল্যান্ডের। হেলসিঙ্গিন অলিম্পিক স্টেডিয়ামে হেরে যাওয়ায় ‘ডি’ গ্রুপে তৃতীয় হয়ে বাছাই শেষ করেছে স্বাগতিকরা।

হারের পরও ফিনল্যান্ডের বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকে থাকতো যদি ইউক্রেন না জিততো বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। একদিকে নিজেরা হেরে গেছে, অন্যদিকে বসনিয়ার মাঠ থেকে ইউক্রেন ২-০ গোলে জেতায় ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে। ফলে প্লে অফে নির্ধারণ হবে ইউক্রেনের বিশ্বকাপ ভাগ্য। অন্যদিকে সমান খেলায় ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফিনিশিরা। আর ১৮ পয়েন্ট পাওয়া ফ্রান্স সরাসরি পেয়েছে কাতার বিশ্বকাপের টিকিট।

২০২২ সালের আসরে খেলার আশা ভালোভাবেই টিকিয়ে রেখেছিল ফিনল্যান্ড। প্রথমার্ধে ফ্রান্সকে মোটেও সুবিধা করতে দেয়নি তারা। নিজেদের সমর্থকদের সামনে নতুন রূপকথা রচনার ইঙ্গিত দিয়েও দ্বিতীয়ার্ধে আর পারেনি। ৬৬ মিনিটে ফরাসিরা এগিয়ে যায় বেনজেমার গোলে। ফর্মের তুঙ্গে থাকা রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বক্সের ভেতর এমবাপ্পের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে শট করেন গোলমুখে। ফিনল্যান্ডের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে বল জড়িয়ে যায় জালে।

এগিয়ে যাওয়ার পর আক্রমণে আরও গতি বাড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই গতি ঝড়েই ফিনিশদের স্বপ্ন শেষ হয়ে যায়। ৭৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে ক্ষীপ্রগতিতে এমবাপ্পে বক্সে ঢুকে আড়াআড়ি শটে করেন দেখার মতো এক গোল।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ফিনল্যান্ড। ফলে বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে যায় তাদের। বিপরীতে বিশ্বকাপ ‘প্রস্তুতি’ পর্বের শুরুটা দারুণভাবে রাঙিয়ে নিলো ফ্রান্স।

/কেআর/
সম্পর্কিত
যে কারণে বেলিংহ্যামকে নিয়ে ভয়ে ছিল ইংল্যান্ড
টুখেল যুগে ইংল্যান্ডের প্রথম জয়, অভিষেকে গোল করে লুইস-স্কেলির ইতিহাস
কাতার বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইতালির
সর্বশেষ খবর
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
যুক্তরাজ্যে খালেদা জিয়াকে বিদায়ে নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
যুক্তরাজ্যে খালেদা জিয়াকে বিদায়ে নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?