X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

রিয়ালের উড়ন্ত জয়, বার্সার ড্র

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ০৫:৫৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৬:১১

একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিল। কিন্তু গোলের দেখা মিলছিল না রিয়াল মাদ্রিদের। অবশেষে ভ্যালেন্সিয়ার গোলের মুখ খুললেন করিম বেনজেমা। তাতে লস ব্লাঙ্কোসের জার্সিতে ৩০০ গোলের মাইলফলকও ছোঁয়া হয়ে গেলো ফরাসি স্ট্রাইকারের। শেষ দিকে আরেকবার বল জালে জড়িয়েছেন তিনি। আর মাঝে ভিনিসিয়ুস জুনিয়র জোড়া লক্ষ্যভেদ করলে ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল। অবশ্য তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা জিততে পারেনি। এগিয়ে গেলেও ১০ জনের দল নিয়ে গ্রানাদার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

তাতে লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া করেছে বার্সেলোনা। গ্রানাদার মাঠে পয়েন্ট হারানোয় এখন ২০ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়েছে জাভির দল রয়েছে ষষ্ঠ স্থানে। অন্যদিকে জয়ে ফিরে শীর্ষস্থান আরও সুসংহত করেছে রিয়াল। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট কার্লো আনচেলত্তির দলের।

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণে রিয়াল। যদিও গোলের দেখা পাচ্ছিল না। বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে বাধার দেয়াল ভাঙে। পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে নেন বেনজেমা। প্রতিপক্ষের সীমানায় কাসেমিরো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে রিয়ালের জার্সিতে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন বেনজেমা।

বিরতি থেকে ঘুরে এসে দ্বিতীয় গোল পেতে দেরি হয়নি রিয়ালের। করোনাভাইরাস থেকে ফেরা ভিনিসিয়ুস ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বেনজেমার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মিনিট নয়েক পর আবারও গোল উদযাপন ভিনিসিয়ুসের। এবার হেডে লক্ষ্যভেদ করেন।

খেলায় ফিরতে মরিয়া ভ্যালেন্সিয়া ৭৬ মিনিটে গনসালো গুয়েদেসের গোলে খানিক আশা জাগিয়েছিল। কিন্তু শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে বেনজেমা আবার বল জালে জড়ালে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের।

এগিয়ে গিয়েও জিততে পারেনি বার্সেলোনা এদিকে আগের ম্যাচে গ্রানাদার মাঠে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সেলোনা। দারুণ কিছু সুযোগ তৈরি করেও প্রথমার্ধে এগিয়ে যাওয়া হয়নি সফরকারীদের। অবশেষে ৫৭ মিনিটে কাতালানদের এগিয়ে নেন লুক ডি ইয়ং। ডান প্রান্ত থেকে দানি আলভেসের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ডাচ ফরোয়ার্ড। লিড ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার চেষ্টায় ছিল বার্সা। কিন্তু ৭৯ মিনিটে সব এলোমেলো। দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেকে গাভি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা।

একজন কম নিয়ে খেলার ধকল সামলাতে পারেনি কাতালানরা। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে আন্তোনিও পুয়েরতাসের গোলে হৃদয়ে রক্তক্ষরণ বার্সেলোনা সমর্থকদের। জিততে যাওয়া ম্যাচ পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে সফরকারীদের।

/কেআর/
সম্পর্কিত
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
নকআউটে রিয়াল মাদ্রিদ
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি