X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ কী চায়, নতুন কোচকে জানিয়ে দিয়েছেন কাজী সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ২০:২০আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২০:৪৪

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরার ঢাকায় আসার ২৪ ঘণ্টাও অতিবাহিত হয়নি। তার আগেই আজ (সোমবার) বিকালে ৩৭ বছর বয়সী কোচের সঙ্গে সাক্ষাতে নিজেদের চাওয়া পরিষ্কার করে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনের এই আলাপচারিতায় ছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

এক বছরের চুক্তিতে ঢাকায় এসেছেন কাবরেরা। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন কোচ সংবাদ সম্মেলনে নিজের উপস্থিতি জানান দেবেন। তার আগে স্প্যানিশ এই কোচের সঙ্গে আলাপ সেরে নিয়েছেন বাফুফের কর্তাব্যক্তিরা। কী কথা হয়েছে তাদের মধ্যে। আলাপচারিতা শেষে কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কাবরেরা সম্পর্কে যথাযথ তথ্য-উপাত্ত পাওয়ার পর আমি ও নাবিল তাকে দায়িত্ব দিয়েছি। মনে হচ্ছে, তিনি খুব অ্যাক্টিভ কোচ। দেখা যাক তিনি কী করেন। ন্যাশনাল টিমস কমিটি বুধবার সংবাদ সম্মেলনে কোচ নিয়ে সবকিছু আপনাদের জানান দেবেন।’

জেমি ডে’কে ছুটি দিয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অস্কার ব্রুজন ও মারিও লেমসকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সাফ ও শ্রীলঙ্কার চার জাতি প্রতিযোগিতায় ফাইনালের কাছাকাছি গিয়েও শেষরক্ষা হয়নি বাংলাদেশের। তার আগেই বিদায় নিতে হয়েছে। নতুন কোচের কাছে নিজেদের চাওয়া তুলে ধরেছেন সালাউদ্দিন, ‘অবশ্যই কোচকে বলেছি, আমাদের জয় প্রয়োজন। সর্বোপরি, তাকে পেয়ে আমরা খুশি। এখন আর অতীত নিয়ে পড়ে থাকতে চাই না।’

বাংলাদেশ দলের ২৩তম বিদেশি কোচ কাবরেরা। জাতীয় দল নিয়ে অতীতে কাজ করার অভিজ্ঞতা নেই তার। তারপরও এই স্প্যানিয়ার্ডকে ঘিরে আশাবাদী বাফুফে সভাপতি, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। আমি মনে করি, তার হাত ধরে আমরা কিছু সাফল্য পেতে পারি। আমাদের জাতীয় দলের কোচ হওয়াদের মধ্যে একমাত্র টম সেইন্টফিটেরই (২০১৬ সালে চার মাস দায়িত্বে ছিলেন) ছিল জাতীয় দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা।’

এরপর তিনি যোগ করেছেন, ‘তাই এটা কোচদের জন্য কাজ করার খুব ভালো একটা জায়গা, অবশ্য যদি তারা এখানে ভালো কাজ করতে পারেন।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
যশোরে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন কাজী নাবিল এমপি
কঠিন ম্যাচ জিতে বাংলাদেশের মানুষদের ধন্যবাদ দিলেন ফিলিস্তিন কোচ
আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত: বাংলাদেশ কোচ
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন